বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের পিঁড়িতে বসলেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। রাজকীয় আবহে সম্পন্ন হল তাঁদের সাতপাক। জীবনের এই বিশেষ দিনে একেবারে সাবেকি বাঙালি কনের সাজে ধরা দিলেন নায়িকা। টুকটুকে লাল বেনারসি, হাতে আলতা, কপালে লাল টিপ আর চোখধাঁধানো গয়নায় পূর্ণতা পেল তাঁর সাজ। বরের সাজও ছিল সমান নজরকাড়া। কনের সঙ্গে রং মিলিয়ে লাল পাঞ্জাবিতে বিবাহ আসরে হাজির হন তিনি। বিয়ের লগ্নে ঘিয়ে রঙা পাঞ্জাবি ও মাথায় টোপর পরে সম্পূর্ণ বাঙালি বর হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি।

আজকাল ডট ইন-কে আগেই মধুমিতা জানিয়েছিলেন, বিয়ের দিন তিনি নিজেকে সম্পূর্ণ সাবেকি সাজেই দেখতে চান। ঠিক তেমনটাই দেখা গেল বাস্তবে। বিয়ের পাশাপাশি গায়ে হলুদ অনুষ্ঠানেও ছিমছাম, রুচিশীল সাজে ধরা দেন নায়িকা। হলুদ রঙের শাড়ির সঙ্গে পরেছিলেন গোলাপি ফুলের গয়না। নামমাত্র মেকআপেই উজ্জ্বল হয়ে উঠেছিলেন তিনি।

জীবনের অনেক ওঠাপড়া পেরিয়ে শৈশবের বন্ধুর মধ্যে মিলেছে ভালবাসার হদিশ। তাঁর সঙ্গেই ঘর বাঁধছেন মধুমিতা। আপাতত নায়িকার দু'চোখ ভরে স্বপ্ন। লাইট-ক্যামেরা-শুটিংয়ের হাঁকডাকের মাঝেই শুরু নতুন জীবন। ঘরের পর্দার রং থেকে বিছানার চাদর, সোফার কভার, সংসারের খুঁটিনাটিতে নজর রাখতে হবে বৈকি! কী ভাবে সবটা সামলাবেন? সেই পরিকল্পনাও মোটামুটি সারা নায়িকার। তাঁর, “আমার বর সব সময় আমার পাশে আছে। ও নিজেও খুব ব্যস্ত থাকে কাজ নিয়ে। আর আমার কাজটাও খুব ভাল করে বোঝে। তাই দু’দিক, সামলাতে কোনও সমস্যা হবে না বলেই আশা করছি। ধারাবাহিক, ছবি বা ওটিটি যা-ই হোক, আমি মন দিয়ে কাজটা করতে পারব।”

রবিবার, ১৮ জানুয়ারি সন্ধ্যায় আংটি বদলের পর্ব সেরে ফেললেন মধুমিতা সরকার। বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে সুখবরটি জানান অভিনেত্রী নিজেই। বাগদানের দিন লাল রঙের স্লিভলেস গাউন ও হালকা মেকআপে ধরা দেন মধুমিতা। অন্য দিকে দেবমাল্যের পরনে ছিল কালো শার্ট ও স্যুট, সঙ্গে মানানসই নীল টাই।

উল্লেখ্য, ২০২৪ সালে পুজোর মরসুমে দেবমাল্যের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা। তারপর থেকে কখনও ভ্রমণের ছবি, কখনও একান্ত মুহূর্তের ঝলক, অনুরাগীদের সঙ্গে তাঁদের প্রেমের নানা স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।