নিজস্ব সংবাদদাতা: যা হারিয়ে যায় তা কি আর ফিরে পাওয়া যায়? কত বন্ধুত্ব, ভালবাসার পাশাপাশি ফেলে আসা এক সময়ের নিত্যপ্রয়োজনীয় জিনিসও আজ আধুনিক সময়ে দাঁড়িয়ে প্রায় মূল্যহীন হতে হতে হয়ত হারিয়েই গিয়েছে। স্মৃতির অতলে একটু একটু করে ডুব দিয়েছে। সেই হারিয়ে যাওয়া অনেককিছুর মধ্যে একটি হাতে লেখা চিঠি! এমনটাই মনে করছেন অভিনেত্রী দেবলীনা কুমার, পরিচালক তথাগত মুখোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, রণজয় বিষ্ণু-র মতো আরও বেশ কয়েকজন।
সমাজমাধ্যমে তাঁদের অ্যাকাউন্টে চোখ বোলালেই দেখা যাবে, একটি হাতে লেখা চিঠির ছবি জ্বলজ্বল করছে তাঁদের নবতম পোস্টে। সঙ্গে লেখা – “অপেক্ষা, একসময় আমরা অপেক্ষা করতাম, চিঠির।এখন আমরা অপেক্ষাও করি না,চিঠিও লিখি না।বাঁচতেই ভুলে গেছি বোধহয়,শুধুই টিঁকে আছি।টিঁকে তো আরশোলাও আছে লক্ষ বছর ধরে,আমরা কেন শুধু টিঁকে থাকব? আগামীকাল থেকে বরং উত্তর খুঁজব, কেন আমরা আর চিঠি লিখব না?কেন আমরা শুধুই টিঁকে থাকব?”
উল্লেখ্য, উপরের উল্লিখিত নামের প্রত্যেক শিল্পী-ই জড়িয়ে রয়েছেন তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাস’ ছবির সঙ্গে। তবে কি সেই ছবির প্রচারের জন্যেই এহেন পোস্ট? কারণ ছবির মূল ভাবনা, গল্পও কিন্তু জিয়া নস্ট্যাল হওয়ার মতোই। ‘রাস’ এক পরিবারের গল্প, বলা ভাল ৩২জন সদস্যের এক পরিবার। এই পরিবার এবং পরিবারের মানুষগুলোর গল্প বলবে ‘রাস’। তথাগত মুখোপাধ্যায়ের কথায়, “যাদেরকে হারিয়ে ফেলেছি জীবনে, যে মানুষগুলো ছোটবেলা থেকে জীবনে ছিলেন কিন্তু এখন আর নেই তাদের জন্য মন খারাপ হয়। তবে আমি ব্যক্তিগত জীবনে কখনও বিচ্ছেদে বিশ্বাস করি না। একটা সময় ছিল যখন মানুষ বিচ্ছেদ করত না, বয়কট করত না, একে অপরকে এভাবে ছুঁড়ে ফেলে দিত না, আলাদা করে দিত না। আমি হয়তো এই ছবির মাধ্যমে আবার ছেলেবেলার বন্ধনগুলোকে খুঁজে পেতে চাইছি।”
গত বছর নভম্বরে রাসপূর্ণিমার দিনই নতুন ছবির খবর দিয়েছিলেন পরিচালক। ছবির নামেও ‘রাস’।এই ছবির মাধ্যমে হারিয়ে যাওয়া অনেক কিছু মুহূর্তের জন্য ফিরে পাবেন দর্শক, এমনটাই মত ছবির শিল্পী ও কলাকুশলীদের। চিঠিও যে তাদের মধ্যে একটি, তাতে কোনও সন্দেহ আছে কি?
এই পরিবারের সদস্যরা হলেন বিক্রম চ্যাটার্জী, দেবলীনা কুমার, অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রণজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, পারিজাত চৌধুরী, অপ্রতীম চট্টোপাধ্যায়, দেবাশীষ রায়, দেবপ্রসাদ হালদার, বিমল গিরি, সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে।
