অক্ষয়ের গাড়ি দুর্ঘটনায় চালক আটক

অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়ির দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের জুহু থানার পুলিশ বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে এক চালককে গ্রেপ্তার করেছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত চালকের বিরুদ্ধে অসাবধানতা ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাধেশ্যাম রাই। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ২৮১, ১২৫(এ) এবং ১২৫(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আরও তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, একটি মার্সিডিজ গাড়ি প্রথমে একটি অটোকে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে অটোটি গিয়ে সজোরে আছড়ে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়িতে। এরপর সেই গাড়িটি আবার ধাক্কা খায় অভিনেতার এসইউভিতে। দুর্ঘটনার সময় অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না বিদেশ সফর সেরে সদ্য মুম্বইয়ে ফিরেছিলেন।

 

 

একসঙ্গে ‘মুসাফির’ জুটি 

ভাইরাল হওয়া “২০২৬ মানেই নতুন ২০১৬” ট্রেন্ডে গা ভাসিয়েছেন একের পর এক বলিউড তারকা। সোশ্যাল মিডিয়ায় ২০১৬ সালের থ্রোব্যাক ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ফিরছেন অনেকেই। তবে এই ট্রেন্ডে একেবারেই আলাদা, মিষ্টি মোড় আনলেন অভিনেত্রী সমীরা রেড্ডি। ‘মুসাফির’-এর সহ-অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে রিইউনিয়ন করে কার্যত আবেগে ভাসালেন নেটদুনিয়া।  ইনস্টাগ্রামে ভাইরাল ট্রেন্ডের নিজের মতো ব্যাখ্যা তুলে ধরেন সমীরা। দু’জনের তরুণ বয়সের একটি ছবি দেখিয়ে ভিডিওতে তিনি বলেন, “২০১৬ কেন? চল না, ২০০৬-এ ফিরে যাই।”

এরপর ভিডিওতে ধরা পড়ে সঞ্জয় দত্তের চেনা গম্ভীর লুক। মুহূর্তের মধ্যেই সেই গাম্ভীর্য ভেঙে হেসে ফেলেন সঞ্জয়, সমীরাকে ডেকে ওঠেন, “স্যাম!”। ভ্যানিটি ভ্যানের ভিতরে দাঁড়িয়েই দু’জন একে অপরকে জড়িয়ে ধরেন। আবেগঘন মুহূর্তে সমীরা বলেন, “এই হল আমাদের বিল্লা। তোমাকে দেখে সত্যিই খুব ভাল লাগছে।” ভিডিওর ক্যাপশনে সমীরা লেখেন, “২০ বছর কেটে গেল, কিন্তু ব্যাপারটা রয়ে গিয়েছে একদম একই রকম।”

যদিও কিছু নেটিজেন খুঁত ধরেছেন। তাঁদের দাবি, ‘মুসাফির’ মুক্তি পেয়েছিল ২০০৪ সালে, ২০০৬ নয়। তবে সেই সংশোধনের চেয়েও বড় হয়ে উঠেছে আবেগ। অধিকাংশ অনুরাগীই সমীরা-সঞ্জয়কে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত, আর সঙ্গে সঙ্গেই উঠেছে একটাই দাবি,‘মুসাফির’-এর সিক্যুয়েল চাই!

 

 

 

তাহিরের নতুন চমক

 

নতুন বছরটা একেবারে নতুন চমক দিয়ে শুরু করলেন তাহির রাজ ভাসিন। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার থেকে পরিচালক হয়ে ওঠা বিক্রম ফাডনিসের প্রথম হিন্দি পরিচালনা উদ্যোগে অভিনয় করতে চলেছেন তিনি। সদ্য শুটিং শুরু হওয়ার খবর নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেতা, শেয়ার করেছেন সেটের অন্দরমহলের কিছু ঝলক। যদিও ছবির গল্প ও চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা, তবে ইঙ্গিত স্পষ্ট, এই প্রজেক্টে থাকছে কিছু একেবারে নতুন, আলাদা স্বাদের চমক।

 

 

 

এই নতুন সহযোগিতা নিয়ে উচ্ছ্বাস লুকোননি তাহির। বিক্রম ফাডনিসের সঙ্গে কাজের সুযোগকে তিনি দেখছেন একেবারে সৃজনশীলভাবে তৃপ্তিকর অভিজ্ঞতা হিসেবে। তাঁর কথায়, এই ছবিটি তাঁকে পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে।

 

তাহির বলেন,“বছরের শুরুতেই শুটিং ফ্লোরে থাকা সত্যিই দারুণ অনুভূতি, আর এই প্রজেক্টটা আলাদা করে স্পেশাল। বিক্রম আমাকে এমন একটা চরিত্র দিয়েছেন, যা আমাকে আমার কমফোর্ট জোন থেকে বের করে এনে অভিনয়ের এক নতুন দিক ঘেঁটে দেখার সুযোগ দিচ্ছে। এমন গল্পের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ, যেটা ভিড় ভাঙে, নতুন কিছু দাবি করে একজন পারফরমারের কাছ থেকে। একজন অভিনেতা হিসেবে আমি ঠিক এই ধরনের কাজই খুঁজি। দর্শকের সঙ্গে এই জার্নিটা ভাগ করে নেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।”