শেষ হচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। এই খবর গত বছরের শেষেই এসেছিল। তবে বৃহস্পতিবার শেষ হয়ে গেল এই মেগার শুটিং। শেষদিনের শুটিংয়ে ভবানীর সাম্রাজ্যের এক অন্য দিক উঠে এসেছে বলেই খবর। জানা যাচ্ছে, একটা বড়সড় লিপ দেখিয়ে শেষ হবে এই ধারাবাহিক। তবে শুটিং শেষ হলেও এই মুহূর্তে সম্প্রচার বন্ধ হচ্ছে না 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র। 

 

কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছে দেবীপ্রসাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। তার অন্যায়, অত্যাচার ভবানী আর সহ্য করতে নারাজ। তাই দেবীপ্রসাদকে কঠিন শাস্তি দেয় ভবানী। এদিকে, সিরাজদ্দৌলার সঙ্গেও সংঘাত তৈরি হয়েছিল ভবানীর। কিন্তু পলাশির যুদ্ধে পরাজয় হয় সিরাজের। তাই শত্রুর হাত থেকে রক্ষা পায় ভবানী। একা নারী বলে বিপদকে মোটেই ভয় পায় না সে। বরং অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে পিছপা হয় না। 

 

ভবানীর ছোটবেলা থেকে শুরু করে রাজপাটের গল্প দেখানো হয়েছে এই ধারাবাহিকে। মেগার বিভিন্ন মোড়ে বহু নতুন চরিত্রদের আগমন হয়েছে। ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীকে। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি তাঁদের চরিত্রের মেয়াদ। 

শুরুর দিকে এই ধারাবাহিক টিআরপিতে দারুণ ফল করত। প্রথম স্থানেও দেখা গিয়েছিল এই মেগাকে। তবে কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে জায়গা করতে পারছিল‌ না এই ধারাবাহিক। এক থেকে দশেও এই মেগাকে দেখা যায়নি অনেকদিন। গল্পের মোড়ে দর্শকের পছন্দের তালিকা থেকে সরে এসেছিল এই ধারাবাহিক। রাজা রামকান্তর মৃত্যুর পর থেকেই একটু একটু করে জনপ্রিয়তা কমতে শুরু করেছিল।‌ শেষমেশ শেষের পথেই হাঁটল এই ধারাবাহিক।

 


প্রসঙ্গত, স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'। এই মেগায় উঠে আসবে ত্রিকোণ প্রেমের কাহিনি।‌ ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো। এই প্রোমো প্রকাশ্যে আসার পরই দর্শকরা ধরে ফেলেছেন এটা আদতে একটি হিন্দি ধারাবাহিক 'উড়ারিয়ান'-এর রিমেক। তবে এই ধারা নতুন নয়। আগেও একাধিক বাংলা ধারাবাহিক হিন্দি ধারাবাহিকের নকল করে বানানো হয়েছে বা উল্টোটা। তাতে নতুন নাম সংযোজন হল, 'শুধু তোমারই জন্য'। এই ধারাবাহিকে তিন মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে দীপান্বিতা রক্ষিত, শুভ্রজিৎ সাহা ও নবাগতা অভিনেত্রী মন্দিরা। এই মেগাই 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র স্লট নেবে কিনা তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।