সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সাতপাকে বাঁধা পড়লেন 'কিউ কি সাস ভি কভি বহু থি' খ্যাত অশ্লেষা-সন্দীপ
২৩ বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। এতগুলো বছর লিভ ইন করার পর অবশেষে নিজেদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন 'কিউ কি সাস ভি কভি বহু থি' খ্যাত তারকা জুটি অশ্লেষা সাওয়ান্ত এবং সন্দীপ বাসওয়ানা। এই ধারাবাহিকের সেটেই একে অন্যের প্রেমে পড়েন তাঁরা। বাড়ে ঘনিষ্টতা। একটা সময়ের পর একসঙ্গে থাকাও শুরু করেন তাঁরা। বিয়ের পর এদিন নিজেদের ডি ডে-র ছবি ভাগ করে নেন অভিনেত্রী। অশ্লেষার পরনে ছিল গোলাপি শাড়ি, ম্যাচিং ব্লাউজ, গোলাপি ওড়না। সঙ্গে জড়োয়ার গয়না এবং হালকা মেকআপে সেজেছিলেন। অন্যদিকে তাঁর বেটার হাফ সন্দীপ বাসওয়ানা পরেছিলেন আইভরি রঙের সুতোর কাজ করা পাঞ্জাবি, পায়জামা। বিয়ের ছবি পোস্ট করে অশ্লেষা লেখেন, 'আর এভাবেই আমরা আমাদের নতুন অধ্যায়ে পা রাখলাম স্বামী, স্ত্রী হিসেবে। কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।' অভিনেত্রীর এই সুখবর ভাগ করে নিতেই মৌনী রায়, দিশা পারমার, প্রমুখ শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে বিরাট আপডেট দিলেন পলক! কী জানালেন?
পলক মুচ্ছল এদিন তাঁর ভাই পলাশ মুচ্ছল এবং ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ে নিয়ে আপডেট দিলেন। বলিউডের এই খ্যাতনামা গায়িকা জানিয়ে দিলেন, আপাতত এই তারকা জুটির বিয়ে পিছিয়ে দেওয়া হচ্ছে। ২৩ নভেম্বরের বদলে, অন্যদিন সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতেই বিবাহ বাসর বসার কথা ছিল। কিন্তু এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিশ্বকাপজয়ী দলের এই ভারতীয় ক্রিকেটারের বাবা। হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। তার জেরেই স্থগিত হয়ে তাঁদের বিয়ে। এই বিষয়ে আপডেট দিয়ে পলক সমাজমাধ্যমে লেখেন, 'স্মৃতির বাবার অসুস্থতার কারণে, স্মৃতি এবং পলাশের বিয়ে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব এই সংবেদনশীল সময়ে দুই পরিবারকে তাঁদের মতো একান্তে ছেড়ে দিন।' সদ্যই ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতিকে প্রোপোজ করেন পলাশ। তাঁদের সেই বাগদানের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন এই তারকা যুগল।
ফারাহ খানের এই কাজে খচে গিয়েছিলেন মণীশ মালহোত্রা!
ফারাহ খান এবং মণীশ মালহোত্রা মুখোমুখি হওয়া মানেই যেন নস্টালজিয়ার ঝাঁপি খুলে যাওয়া। তাঁদের এত বছরের বন্ধুত্বে রয়েছে একাধিক ঝগড়া, খুনসুটি, অভিমানের পালা। সম্প্রতি ফারাহ তাঁর ইউটিউবের একটি ভ্লগে এই বন্ধুকেই অতিথি হিসেবে ডেকেছিলেন। সেখানেই জানা গেল, একবার পরিচালক, কোরিওগ্রাফারের উপর যারপরনাই ক্ষেপে গিয়েছিলেন এই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। কী ঘটেছিল? করিনা কাপুর খানের উপর চিত্রিত ফেভিকল সে গানটির শুটিংয়ের সময় ফারাহর উপর বেজায় চটে গিয়েছিলেন মণীশ মালহোত্রা। তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে ২ দিন কোরিওগ্রাফারের ফোন ধরেননি তিনি। এমনকী ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানির সময়ও পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফারাহ। সেটা নিয়েও দু'জনের মধ্যে মনোমালিন্য হয়েছিল। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ফারাহ খান বর্তমানে পরিচালনা, কোরিওগ্রাফি থেকে ঢের দূরে। তিনি এখন পুরোদমে ইউটিউবার হয়ে গিয়েছেন। তাঁর এবং রাঁধুনি দিলীপের মজার কথপোকথন দর্শকদের দারুণ পছন্দের।
