নতুন মোড়কে নতুন চমক দিতে চলেছে জি বাংলার তিন ধারাবাহিক। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একের পর এক চমক থাকবে দর্শকদের জন্য। এদিন প্রোমো প্রকাশ্যে এনে তেমনই ইঙ্গিত দিল। 

'কুসুম' ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে নায়িকার সঙ্গে রাতুলের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু সেই বিয়ে সে করতে চায় না। শুটিংয়ের জন্যে হলেও যেহেতু আয়ুষ্মানকে সে স্বামী মেনে নিয়েছে তাই এই বিয়ে সে করতে চায় না। তাই বিয়ের সকালেই, গায়ের হলুদের সময় আচমকাই পাওয়া যায় না কুসুমকে। পরে দেখা যায় রাতুলকে সে জানিয়ে দিচ্ছে যে এই বিয়ে সে করছে না। কুসুমের এই কঠিন সিদ্ধান্তের পরিণাম কী হয় সেটাই দেখার। 

অন্যদিকে 'তুই আমার হিরো' ধারাবাহিকে এবার বিপদে পড়বে নায়িকা। রিয়েলিটি শোয়ের মঞ্চে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠবে বিচারককে ঘুষ দেওয়ার। সেই জন্যই আরশি বাদ পড়বে শো থেকে। কিন্তু এ তো সবই চক্রান্ত! সেই কথাই বলতে শোনা যায় নায়িকাকে, সে জানায় যে তাকে ফাঁসানো হচ্ছে। এমন বিপদে তার পাশে দাঁড়ায় নায়ক তথা তার বর শাক্যজিৎ। জানায় সে যেভাবেই হোক প্রমাণ করবে যে আরশি নির্দোষ। স্ত্রীকে ফিরিয়ে আনবে এই মঞ্চে। কিন্তু কীভাবে এই অসাধ্য সাধন ঘটবে সেটাই এখন দেখার। 

'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অবশেষে চার হাত এক হতে চলেছে আর্য এবং অপর্ণার। তাদের বাগদানের অনুষ্ঠানে নায়ক স্ত্রীর কাছে বিশেষ কিছু চাইবে। কিন্তু কী সেটা, আর সেই জিনিস চাওয়ার পর তাদের সম্পর্কের শুভ না অশুভ মহরত হবে সেটা সময়ই বলবে। 

ফলে সবটা মিলিয়েই এই তিনটি ধারাবাহিকে যে টানটান মোড় আসতে চলেছে ৬ থেকে ১০ নভেম্বরের মধ্যে সেটা নিঃসন্দেহে বলা যায়। তবে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা জিতু কামাল। 'এরাও মানুষ' ছবির সেটে আচমকাই অজ্ঞান হয়ে পড়েন, কাঁপুনি দিয়ে জ্বর আসে তাঁর। অভিনেতা নিজেও এদিন হাসপাতাল জানিয়েছেন এই দুই প্রজেক্টের জন্য এক প্রকার তিনি নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিলেন। কাজে ডুবে ছিলেন। একই সঙ্গে তিনি এদিন তাঁর দুই প্রজেক্টের প্রযোজকের থেকে ক্ষমা চেয়ে নেন, ক'দিন কাজে বিরতি নেওয়ার জন্য। বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। কবে তিনি সেটে ফিরতে পারবেন এখন অনিশ্চিত। যদিও সমস্ত ধারাবাহিকের আগামী একাধিক পর্বের ব্যাংকিং করা থাকে। তবুও 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের গতি কোন দিকে বাঁক নেয় আগামীতে সেটাই দেখার।