জি বাংলার পর্দায় একগুচ্ছ নতুন ধারাবাহিক আসতে চলেছে। তালিকায় রয়েছে 'সাত পাকে বাঁধা' এবং 'কমলা নিবাস'। তবে এখনও এই ধারাবাহিক দু'টোর স্লট ঘোষণা করা হয়নি। তার আগেই বদলে গেল বর্তমানে চলা অন্য দু'টো ধারাবাহিকের সময়। এক কথায় বলা যায় ওলোটপালোট হল জি বাংলার সময়সূচি। জেনে নিন আগামীতে কখন কোন ধারাবাহিক দেখা যাবে।
আগামী মঙ্গলবার, ২৭ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে 'কুসুম' এবং 'তুই আমার হিরো' ধারাবাহিকের সময়। এতদিন ধরে 'কুসুম' ধারাবাহিকটি রোজ বিকেলে সাড়ে পাঁচটা থেকে দেখা যেত। ২৭ ডিসেম্বর থেকে সেটা আধ ঘণ্টা পর অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে দেখা যাবে। অন্যদিকে 'তুই আমার হিরো' সম্প্রচারিত হতো ৬টা থেকে, সেটা এগিয়ে এল 'কুসুম' ধারাবাহিকের আগের সময়। ফলে রুবেল দাস এবং মোহনা মাইতির ধারাবাহিকটি বিকেল সাড়ে পাঁচটা থেকে দেখা যাবে। তবে কেন এই বদল সেটা স্পষ্ট নয়।
টিআরপি কারণ কিনা মনে হতেই পারে। তাহলে জানাই বিগত কয়েক সপ্তাহ থেকে 'কুসুম' ধারাবাহিকের তুলনায় 'তুই আমার হিরো' বেশি নম্বর। বিকেল পাঁচটার স্লটে 'কুসুম' এগিয়ে থাকছে 'ভোলে বাবা পার করেগা'র থেকে। কিন্তু সন্ধ্যা ৬ টার স্লটে 'কম্পাস' ধারাবাহিকের কাছে নিয়মিত স্লট হারাচ্ছে 'তুই আমার হিরো'। তবে কি সেই জন্যই এই সময় বদল? নাকি কারণ নতুন ধারাবাহিকের আগমন? উত্তরটা আগামীদিনে পাওয়া যাবে।
প্রসঙ্গত 'কুসুম' ধারাবাহিকে দেখানো হচ্ছে আয়ুষকে মনের কথা জানাবে বলে ঠিক করেছে কুসুম। কিন্তু আদৌ কি সেই কাজ সে করতে পারবে? পারলেও আয়ুষ কি সেই প্রস্তাব মেনে নেবে? কারণ ইন্দ্রানীর কানে কুসুমের নাম ভুলভাল কথা ঢোকানো হচ্ছে। অন্যদিকে মেঘাও মৃত্যু ফাঁদ পাতছে সুযোগ বুঝে। শেষ পর্যন্ত কী ঘটে সেটাই দেখার।
'তুই আমার হিরো' ধারাবাহিকে দেখানো হচ্ছে গুরুতর বিপদে আরশি। তাকে বাঁচাতে মরিয়া শাক্য। তবে জেজে শর্ত দেয়, আরশিকে শক্ত যদি বাঁচাতে চায় তাহলে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে থানায় যেতে হবে। এবং থানায় গিয়ে জানাতে হবে যে সেই এতদিন বজরংবলীর দূত সেজে যা যা ঘটেছে সেগুলোর ঘটিয়েছেন। ফলে স্ত্রীকে বাঁচাতে শাক্য শেষ পর্যন্ত কী করে, আদৌ আরশিকে বাঁচাতে পারে কিনা সেটাই দেখার।
