সাফল্যের শীর্ষে কৃতী শ্যানন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমের পালি হিল এলাকায় সমুদ্রমুখী একটি ডুপ্লেক্স পেন্টহাউস কিনেছেন। তাঁর বিলাসবহুল সম্পত্তির তালিকায় নয়া সংযোজন। জানা গিয়েছে, অভিনেত্রী সুপ্রিম প্রাণ আবাসিক টাওয়ারে ৭৮.২০ কোটি টাকারও বেশি দামে এই বিলাসবহুল বাসস্থানটি কিনেছেন।


কৃতীর নতুন বাড়িটি ১৪ এবং ১৫ তলা জুড়ে। এবং এটি ৬,৬৩৬ বর্গফুট জুড়ে বিস্তৃত। এর উপরের তলায় ১,২০৯ বর্গফুটের অতিরিক্ত খোলা বারান্দা রয়েছে। প্রতি বর্গফুটের মূল্য প্রায় ১.১৮ লক্ষ টাকা। এই চুক্তিতে ছ’টি গাড়ি পার্কিং স্লটের একচেটিয়া অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে। সম্পত্তিটি কৃতী এবং তাঁর মায়ের যৌথ মালিকানাধীন।


রিয়েল এস্টেটে কৃতীর এটাই প্রথম বিনিয়োগ নয়। ২০২৩ সালে অভিনেত্রী মুম্বইয়ের কাছে একটি জনপ্রিয় গন্তব্য আলিবাগে দু’হাজার বর্গফুটের একটি প্লট কিনেছিলেন। এই অঞ্চলটি বেশ কয়েকজন তারকাকে আকর্ষণ করেছে। যাঁদের মধ্যে অমিতাভ বচ্চনও রয়েছেন। চলতি বছরের শুরুতে তিনি সেখানে একটি প্লট কিনেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, কৃতী ২০২৪ সালে বান্দ্রা পশ্চিমে একটি ৪-বিএইচকে অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, যার দাম ছিল ৩৫ কোটি টাকা।

বান্দ্রা ওয়েস্টে শাহরুখ খান, সলমন খান, আমির খান, জাভেদ আখতার, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, সাইফ আলি খান এবং রেখার মতো বলিউডের বেশ কয়েকজন তারকা বসবাস করেন। বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংও শীঘ্রই তাদের নতুন বান্দ্রা ওয়েস্ট অ্যাপার্টমেন্টে উঠতে চলেছেন।

অভিনয় এবং সম্পত্তি বিনিয়োগের বাইরে কৃতী তাঁর ব্যবসাকেও সক্রিয়ভাবে সম্প্রসারিত করছেন। একটি স্কিন কেয়ার ব্র্যান্ডের মালিক তিনি। কাজের ক্ষেত্রে তাঁকে পরবর্তীতে আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’ ছবিতে ধনুশের সাথে দেখা যাবে। ছবিটি ২০২৫ সালের ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। হোমি আদজানিয়ার ‘ককটেল ২’তেও তাকে প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য নিশ্চিত করা হয়েছে। তার সঙ্গে থাকবেন রশ্মিকা মান্দান্না এবং তার শাহিদ কাপুর।

‘ককটেল’ (২০১২)-এ সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টির অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল। ছবিটি যেমন বক্স অফিসে সফল হয়েছিল, তেমনই তা বলিউডের রম-কম ঘরানার অন্যতম মাইলস্টোন হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর ঠিক সেই কারণেই, নতুন ‘ককটেল ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও আকাশচুম্বী। এই মুহূর্তে ছবির বাকি সহ-অভিনেতাদের জন্য কাস্টিং চলছে। জানা গেছে, থাকবে একটি বড় অনসম্বল কাস্ট।
 
শেষ কথা—‘ককটেল ২’ শুধু এক রোমান্টিক গল্প নয়, এটি বলিউডের ফ্র্যাঞ্চাইজ-চালিত ধারায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। পুরনো চেনা ফ্লেভারে থাকছে নতুন মশলা, নতুন মুখ আর নতুন ছন্দ।

বলিউডের অন্দরে গুঞ্জন, ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন কৃতী। দু’জনেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে তাঁদের বেড়াতে যাওয়ার ছবি এবং ভিডিও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়।

গত বছর, কৃতী এবং কবীরকে দুবাইয়ে একসঙ্গে বড়দিন উদযাপন করতে দেখা গিয়েছিল। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, যে তাঁরা দু’জনেই ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গানে  নাচছেন। সেই দৃ্শ্য জল্পনার পালে আরও হাওয়া দেয়।