সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়ে নেটিজেনদের চোখে ধরা পড়েছিলেন কৃতি শ্যানন। কবীর বাহিয়ার সঙ্গে বহুদিন ধরেই প্রেম চর্চা চলছে অভিনেত্রীর। কখনও রেস্তোরাঁয়, কখনও রাত পার্টিতে একসঙ্গে ধরা দেন জুটিতে। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউই। কিন্তু এর মাঝেই বলিপাড়ায় চলছে তাঁদের বিয়ের গুঞ্জন। 

 

 

সম্প্রতি, কবীর বাহিয়ার সঙ্গে দিল্লি বিমানবন্দরে কৃতিকে দেখা যেতেই শুরু হয়েছে তাঁদের বিয়ের চর্চা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতেই তাঁরা দিল্লিতে গিয়েছিলেন। সেখানে কবীর ও কৃতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় একে অপরের। আর সেটাই তাঁদের বিয়ের জল্পনা বাড়িয়ে দিয়েছে।

 

 

সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। যদিও মাস্কে মুখ ঢেকে, টুপি ও সানগ্লাস পরে দেখা গিয়েছিল কৃতিকে। অন্যদিকে, কবীরকে একটি কালো ছিমছাম টি-শার্টে ও ম্যাচিং প্যান্ট,জুতোয় দেখা গিয়েছিল। কৃতী-কবীরের রসায়ন এদিন পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হয়। তারপর থেকেই শুরু হয় তাঁদের বিয়ের জল্পনা। জানা যাচ্ছে, ২০২৫-এর শেষেই গাঁটছড়া বাঁধছেন জুটিতে।