সংবাদ সংস্থা মুম্বই: অভিনেত্রী, পরিচালক, শিল্পী কঙ্কনা সেনশর্মা আবারও একবার সাহসী গলায় তুলে ধরলেন বিনোদন জগতের এক চিরন্তন অন্ধকার— লিঙ্গ বৈষম্যমূলক আচরণ, তা সে যতই মজা করে, হালকাভাবে হোক না কেন। অর্থাৎ, ‘ক্যাজুয়াল সেক্সিজম’।

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে কঙ্কনা খোলামেলা কথা বললেন কীভাবে ‘রসিকতার ছলে’ নারীদের ছোট করে দেওয়া, বন্ধুত্বের আড়ালে অসম্মানজনক শব্দচয়ন বা ফ্লোরে সহকর্মীদের আচরণ—এসবই আসলে লিঙ্গভিত্তিক বৈষম্যেরই রূপ।

 

“আমি বারবার বলে থাকি, রসিকতার ছলেই হোক, সেটাকে স্বাভাবিক করা একেবারেই ঠিক নয়। কোনও কিছু ‘স্বাভাবিক’ ভাবার আগেই সেটা বদলানো দরকার। এমনকি বন্ধুদের মধ্যেও যে ভাষা আমরা ব্যবহার করি, তা নিয়ে সচেতন হওয়া জরুরি। আমি সবসময় এটাই বলি, হ্যাঁ, একঘেয়ে শোনাতে পারে, কিন্তু আমি থামি না,” বললেন  কঙ্কনা। তবে শুধু প্রতিবাদ নয়, বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কথাও বলেন কঙ্কনা। তিনি স্বীকার করেন, একজন অভিনেতা ও পরিচালক হিসেবে তাঁর যাত্রা তুলনায় সহজ ছিল কারণ তিনি আগে থেকেই পরিচিত মুখ। তাঁর পরিবারের পরিবেশও তাঁকে সাহায্য করেছে।

 

“আমাকে অনেক সময় ‘মোটা চামড়ার’ হতে হয়েছে। কারণ, অন্যের খারাপ ব্যবহার তোমার কাজ থামাতে পারে না। ওদের ঠিকঠাক ব্যবহার করাই উচিত, কিন্তু ওদের জন্য আমি আমার কাজ ফেলে দিতে পারি না। তাই বলতে হবে—বন্ধুদের মধ্যেও বলতে হবে। এমনকী যখন এটা মজা করে বলা হয়, তখনও বলতে হবে—‘না, এটা ঠিক নয়।’” বললেন কঙ্কনা।

শেষবার কঙ্কনাকে বড়পর্দায় দেখা গিয়েছে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, ফতিমা সানা শেখ, অনুপম খের এবং নীনা গুপ্তা। গত ৪ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি আধুনিক যুগের সম্পর্ক নিয়ে এক আবেগঘন ক্যানভাস।

 

প্রসঙ্গত, নতুন ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’ এবং ‘কুল: দ্য লেগেসি অফ দ্য রাইসিংস’ দারুণ প্রশংসা পাচ্ছে। তবে অভিনয়ের চেয়েও বেশি হেডলাইন কাড়ছে তাঁর ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত! এই গুজবের রেশ দীর্ঘদিন ধরেই চলছিল, কিন্তু এবার তা যেন কিছুটা চোখে দেখা মুহূর্তে রূপ নিল। ‘গ্রাম চিকিৎসালয়’-এর স্ক্রিনিংয়ে একসঙ্গে উপস্থিত হন অমল ও কঙ্কনা। একে অপরকে আপন করে জড়িয়ে ধরা তারপরে ক্যামেরার সামনে একসঙ্গে পোজ—সব মিলিয়ে যেন এক অঘোষিত স্বীকারোক্তির মতো। জল্পনার পালে আরও হাওয়া লাগার পাশাপাশি পাপারাৎজিদের ক্যামেরায় বাজিমাত!এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা অমল পরাশর (৩৮) এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেনশর্মা (৪৫)।

 

এই জুটির সম্পর্ক কিন্তু একেবারে নতুন নয়। এক বছর আগে, কঙ্কনার প্রাক্তন স্বামী রণবীর শোরে এক টুইটকে কেন্দ্র করে পরোক্ষে ইঙ্গিত দিয়েছিলেন যে, কঙ্কনা নাকি নতুন সম্পর্কে রয়েছেন অমলের সঙ্গে। একটি প্যারোডি অ্যাকাউন্ট অমলের একটি পুরনো পোস্ট (যেখানে তিনি মোদীর মঙ্গলসূত্র মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছিলেন) শেয়ার করে লিখেছিল, “কঙ্কনা সেনশর্মা সবচেয়ে ভাল সিদ্ধান্ত নিয়েছেন—মোদি ভক্ত রণবীর শোরেকে ছেড়ে দিয়ে সেক্যুলার অমল পরাশরের সঙ্গে ডেট করছেন।”