পুজোর বাদ্যি বেজেছে, শারদ উৎসবের শুরু। ষষ্ঠীর সকাল থেকেই মণ্ডপে ভিড়, পুজোর আমেজে মেতে উঠেছেন তারকারাও। বাড়ির পুজোর জন্য একেবারে লাল আভায় সেজে উঠেছেন 'টলি কুইন' কোয়েল মল্লিক। সমাজমাধ্যমে নায়িকার ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবিতে ধরা পড়েছে তাঁর ষষ্ঠীর সাবেকি সাজ। 


এদিন লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন কোয়েল। হাতে সোনার চুড়ি ও শাঁখা-পলা। গলায় ভারী সোনার হার, কানে গোল কানপাশা আর খোঁপায় জুঁইয়ের মালা। একদম সাবেকি সাজে এদিন পুজোয় সামিল হয়েছেন কোয়েল। 

 

 

ষষ্ঠীর সাজে সবুজকে বেছে নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুজোর সকালে সবুজ শাড়ি ও সবুজ ব্যাকলেস ব্লাউজে সেজেছিলেন তিনি। সঙ্গে ছিল মানানসই গয়না। চুলে টপ নট করে একেবারে মোহময়ী রূপে মিমি ধরা দিয়েছেন ষষ্ঠীর সকালে। এই ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। 

 

আরও পড়ুন: 'ও তো আমার মেরুদণ্ড ছিল,' 'লতাদিদি'র ৯৬তম জন্মদিনে আবেগপ্রবণ বোন আশা ভোঁসলে, কী বললেন বর্ষীয়ান গায়িকা?

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nussrat Jahan (@nusratchirps)