সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
জুটিতে হৃতিক-ক্যাটরিনা
সম্প্রতি, একটি বিজ্ঞাপনী সংস্থার প্রচারে ফের একসঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও ক্যাটরিনা কইফ। এই জুটিকে দর্শক শেষ দেখেছিলেন ২০১৪ সালের 'ব্যাং ব্যাং' ছবিতে। তাই ফের তাঁদের একসঙ্গে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। দাবি উঠেছে হৃতিক, ক্যাটরিনার আবারও একসঙ্গে পর্দায় ফেরার।
ফারদিনের সঙ্গে অন্তরঙ্গ ক্রিস্টাল
'ভিসফট' ছবিতে ফারদিন খানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী ক্রিস্টাল ডিসুজা। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "পর্দায় অন্তরঙ্গতা ফুটিয়ে তোলার জন্য সহ অভিনেতার সহযোগিতার প্রয়োজন হয়। নয়ত বিষয়টা অস্বস্তিতে পরিণত হতে পারে। এক্ষেত্রে ফারদিন এতটাই স্বাভাবিক আচরণ করেন এবং দৃশ্যটি সাবলীল করে তোলার জন্য আলোচনাও করেন। যার ফলে কোনও সমস্যা তৈরি হয়নি।"
রোহিতের জন্য কী রান্না করলেন জাহ্নবী?
শশাঙ্ক খৈতান পরিচালিত 'সানি সংস্কারি কী তুলসী কুমারী' ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবিতে জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। রয়েছেন অভিনেতা রোহিত সরফও। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় রোহিত একটি ভিডিও ভাগ করেন। সেখানে দেখা যাচ্ছে, জাহ্নবী কাপুর তাঁর জন্য জিরো ক্যালোরি পাস্তা রান্না করছেন। ওই ভিডিওর সঙ্গে রোহিত, জাহ্নবীর হাতের রান্নার স্বাদ যে দারুণ ছিল তাও উল্লেখ করেছেন।
