চলছে ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসব। গত ৬ নভেম্বর থেকে সেজে উঠেছে নন্দন-রবীন্দ্র সদন চত্বর। দেশ-বিদেশের অসংখ্য ছবির প্রদর্শনের মাধ্যমে সিনেমাপ্রেমীদের জন্য তৈরি হয়েছে এক অনন্য সুযোগ, মিলেমিশে যাচ্ছে নানা সংস্কৃতি ও ভাবধারা। সপ্তাহান্তে তো বটেই, এমনকী সপ্তাহের প্রথম দিন সোমবারও ‘কিফ’-এ ভিড় নজরে আসে। কিন্তু এরই মাঝে মিলল একটি অনভিপ্রেত ঘটনার খবর। চলচ্চিত্র উৎসবে ধরা পড়েছে ৩৫৭টি ভুয়ো কার্ড। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার সাংবাদিক বৈঠক করেন নন্দনের অধিকর্তা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় এবং ফেস্টিভ্যালের কোঅর্ডিনেটর প্রদীপকুমার সরকার। তাঁদের অভিযোগ, প্রচুর জাল কার্ড নিয়ে উৎসবে সামিল হতে দেখা যাচ্ছে। যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন শর্মিষ্ঠা। তাঁর কথায়, “আামাদের হাতে প্রতিদিন ভুয়ো কার্ড ধরা পড়েছে। কে, কী উদ্দেশ্যে, কেন এই ভুয়ো কার্ড জাল করছেন এবং ছড়িয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারছি না।”
বিষয়টির কিনারা করতে পুলিশকে জানানো হয়েছে। পুলিশের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শর্মিষ্ঠা। তিনি বলেন, “ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখার জন্য কোনও পয়সা খরচা করতে হয় না। যারা কার্ড পাননি তাদের জন্যও প্রত্যেকদিন প্রত্যেকটা শো প্রত্যেকটা হলে ফ্রি পাস বিলি করা হয়। সবাই সেই ফ্রি পাশ নিয়ে অথবা যাদের কাছে কার্ড আছে তারা সেই কার্ড নিয়ে সিনেমা দেখতে পারেন। এই জাল কাণ্ড কাম্য নয়।” সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষের স্পষ্ট আর্জি, “আসুন সিনেমা দেখুন, কিন্তু কোনও অবৈধ কাজের সঙ্গে যুক্ত হবেন না।”
প্রসঙ্গত, উৎসবের ক'টা দিন কলকাতা শহর কার্যত চাঁদের হাটে পরিণত হবে। বিদেশি অতিথিদের পাশাপাশি থাকেন দেশের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বরা। এবার ১৮২৭ টি ছবির মধ্যে ৩৯ টি দেশের ২১৫ টি ছবি বেছে নেওয়া হয়েছে উৎসবে দেখানোর জন্য। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে ৪৩ টি ফিচার ছবি এবং ২৯ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র। এবারও প্রতিযোগিতামূলক বিভাগ থাকছে ছটি। ১৪টি ছবি নিয়ে আন্তর্জাতিক বিভাগ, ১৪টি ছবি নিয়ে ভারতীয় বিভাগ, ৯টি ছবি নিয়ে এশিয়ান সিলেট নেটপ্যাক বিভাগ, ৭টি ছবি থাকবে বাংলা প্যানোরামা বিভাগে। এছাড়াও থাকছে ২৯টি ছবি নিয়ে তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের ছবির বিভাগ। এই সব কটি বিভাগের সেরা ছবি পাবে রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি এবং অর্থমূল্য। এছাড়া এশিয়ার সেরা ছবির জন্য থাকছে নেটপ্যাক পুরস্কার। ১৩ নভেম্বর উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সব বিভাগের সেরা ছবির নাম ঘোষণা করা হবে রবীন্দ্র সদন মঞ্চ থেকে।
