সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সইফকে নিয়ে চিন্তিত কার্তিক
বুধবার মাঝরাতে আচমকা ঘুমন্ত অবস্থায় অভিনেতা সইফ আলি খানের উপর হামলা হয়। ছুরি দিয়ে এলোপাথারি কোপ শুরু হয় অভিনেতার উপর। অভিনেতা কার্তিক আরিয়ান উদ্বিগ্ন এই ঘটনায়। বান্দ্রার মত এলাকায় একজন তারকার বাড়িতে এহেন ঘটনা ঘটছে দেখে স্তম্ভিত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, "এটি একটি হতবাক হওয়ার মতো ঘটনা, এবং আমি আশা করি সইফ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি তাঁর পরিবারের জন্য প্রার্থনা করব।" অন্যদিকে তারকাদের জীবনে এহেন ঘটনার জন্য যে গোপনীয়তার অভাব দায়ী, সেকথাও জানালেন তিনি।
অনস্ক্রিন ছেলের সঙ্গে এ কী করলেন কাজল?
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'কভি খুশি কভি গম'-এ অভিনয় করে শিশু অভিনেতা হিসাবে রাতারাতি বলিপাড়ায় পরিচিত হয়ে ওঠেন জিবরান খান। সম্প্রতি, 'আজাদ'-এর প্রিমিয়ারে দেখা যায় তাঁকে। সেখানেই আসেন কাজলও। কাজলকে দেখে ছুটে যান জিবরান। আলিঙ্গন করেন দু'জন। এই মিষ্টি মুহূর্ত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের দাবি, পুনরায় পর্দার ছেলে ও মায়ের মিল দেখলেন তাঁরা।
বাধার মুখে কঙ্গনা!
একের পর এক বাধা কঙ্গনা রানাউতের পথে। ১৭ জানুয়ারি মুক্তি পেল 'ইমার্জেন্সি'র। মুক্তির আগের দিনও বাধার মুখে কঙ্গনা রানাউতের ছবি। আপত্তি এল শিরোমণি গুরুদ্বার পরবান্ধক কমিটির (এসজিপিসি) পক্ষ থেকে। কিছু দিন আগেই বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে কঙ্গনার এই ছবি। এ বার পঞ্জাবে এই ছবির উপর নিষেধাজ্ঞা দাবি করল এসজিপিসি।
