সংবাদ সংস্থা, মুম্বই: আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে 'ভুল ভুলাইয়া ৩'। যেখানে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে থাকবেন তৃপ্তি দিমরি। আর এরপরই ওই জুটিকে ফের একসঙ্গে দেখা যাবে অনুরাগ বসুর ছবিতে। ‘লাইভ ইন আ মেট্রো’র পরিচালক শীঘ্রই তাঁর নতুন ছবির শুটিং শুরু করবেন।
বলিপাড়ার খবর, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে অনুরাগের ভালবাসার গল্পের নায়ক হবেন কার্তিক। বিপরীতে থাকবেন তৃপ্তি দিমরি। আগামী ২৪ সেপ্টেম্বর মুম্বইয়ে ছবির শুটিং শুরুর কথা রয়েছে। এরপর মাস খানেক বাদে ২০২৫ সালের শেষে মুক্তি পেতে পারে ওই ‘ মিউজিক্যাল লাভ স্টোরি’।
বরাবরই কার্তিকের ভালোবাসার গল্পের প্রতি আগ্রহ রয়েছে। অভিনেতাকে বিভিন্ন সাক্ষাৎকারে সেই বিষয়ে কথা বলতেও দেখা গিয়েছে। অনুরাগের ছবির হাত ধরে সেই সুযোগ মিলতে চলেছে পর্দার ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর। ইতিমধ্যে বিগত কয়েক সপ্তাহে স্রি মপ্টও পড়ে নিয়েছেন কার্তিক। আপাতত অনুরাগের রোমান্টিক ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত তিনি। সূত্রের খবর, ছবিতে সঙ্গীত পরিচালকের দায়িত্বে রয়েছেন প্রীতম। দেশের বিভিন্ন জায়গায় চলতি মাস থেকেই শুরু হবে শুটিং। চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।
গত কয়েক মাস ধরে 'মেট্রো... ইন দিনো'- এর শুটিং নিয়ে ব্যস্ত অনুরাগ। কিছুদিনের মধ্যেই ছবির কাজও শেষ হতে চলেছে। এই ছবিতে সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, ফাতিমা সানা শেখ এবং কে কে মেননের মতো তারকারা রয়েছেন মুখ্য ভূমিকায়। এরই মাঝে শোনা গিয়েছিল, প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের একটি বায়োপিক বানাতে চলেছেন অনুরাগ বসু। পাশাপাশি আবার শোনা যাচ্ছে পরিচালকের নতুন ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ফলে অনেকেই দু'য়ে দু'য়ে চার করে ফেলছেন। কি তবে কার্তিককে দেখা যাবে কিশোর কুমারের বায়োপিকে? জল্পনা তুঙ্গে।
