বলিউডে একের পর এক তারকাসন্তানকে লঞ্চ করেছেন করণ জোহর। আলিয়া ভাট থেকে শুরু করে অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, ইব্রাহিম আলি খান— কে নেই সেই তালিকায়! কিন্তু জানেন কি, একসময় করণ আগ্রহ দেখিয়েছিলেন কাজল ও অজয় দেবগনের মেয়ে নাইসা দেবগণকেও বলিউডে লঞ্চ করার ব্যাপারে?

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে  কাজল নিজেই জানালেন সেই কথা। তাঁর কথায়, “হ্যাঁ, এক-দু’বার বার ফোন এসেছে। কিন্তু আপাতত আমার মেয়ের অভিনয়কে কেরিয়ার করার কোনও পরিকল্পনা নেই। ও নিজের জীবন নিয়ে যেটা করতে চাইবে, আমাদের জানাবে। আমরা ১০০ শতাংশ ওর পাশে আছি।”

 

কাজল জানালেন, তিনি শুধু মা হিসেবে তাঁদের দুই সন্তান নাইসা ও যুগকে ভালবাসেন তাই নয়, একজন আলাদা ব্যক্তি হিসেবেও তাঁদের ব্যাপক পছন্দও করেন। কারণ, দু’জনেরই রসবোধ প্রখর, স্মার্ট ব্যক্তিত্ব এবং ঠাণ্ডা মেজাজ। তবে ভবিষ্যৎ নিয়ে তাদের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়ার মানুষ নন তিনি। কাজলের স্পষ্ট বক্তব্য, “আমি ওদের বড় করে তুলেছি জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো করে। এখন ওদের উড়তে দিতে হবে।”

 


চলচ্চিত্রে আসা নিয়ে গুঞ্জন চললেও, নাইসা আপাতত নিজের পড়াশোনাতেই মনোযোগী। সুইৎজারল্যাণ্ডের গ্লিওন ইনস্টিটিউট অফ হাইয়ার এডুকেশন থেকে এ বছরই স্নাতক  হয়েছেন তিনি। পড়াশোনা শেষ করার আনন্দঘন মুহূর্তে পুরো দেবগন পরিবার উপস্থিত ছিলেন। আবেগঘন এক ভিডিও শেয়ার করে কাজল লিখেছিলেন,“খুব বিশেষ মুহূর্ত… আমি ভীষণ গর্বিত আর আবেগে ভেসে যাচ্ছি। 

 

অন্যদিকে, অজয়–কাজলের ছেলে যুগ দেবগণও সম্প্রতি চর্চায় উঠে এসেছে। ১৫ বছরের যুগ নিজের কণ্ঠ দিয়েছে হলিউড ছবির দ্য ক্যারাটে কিড–এর হিন্দি ডাব ভার্সনে। ছবিতে জ্যাকি চ্যানের চরিত্রে কণ্ঠ দিয়েছেন অজয় দেবগণ, আর নতুন কারাতে কিড লি ফং–এর ডাব করেছেযুগ।

 


অন্যদিকে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির সঙ্গে ‘ভূতের গুজব’ অনেকটা বহুদিনের পুরোনো সম্পর্কের মতো। শহরের অলিতে-গলিতে বড় হয়ে ওঠা প্রায় প্রত্যেকেই অন্তত একবার এই 'ভূতুড়ে' গল্প শুনেছেন। তবে এবার সেই গুজবের আগুনে ঘি ঢাললেন বলিউড অভিনেত্রী কাজল, আর তাতেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি নেটপাড়ায়।‘মা’ ছবির প্রচারে গিয়ে কাজল এক সাক্ষাৎকারে বলেন, “আমি এমন অনেক জায়গায় শুট করেছি যেখানে প্রবল নেগেটিভ এনার্জি অনুভব করেছি। মনে হত, এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি! ঘুম আসত না, অস্থির লাগত।” আর তার মধ্যেই তিনি তুলে আনেন রামোজি ফিল্ম সিটি-র প্রসঙ্গ— “ বিশ্বের অন্যতম ভূতুড়ে জায়গা হিসেবে ধরা হয় এই স্টুডিওটিকে।” যদিও তিনি স্বীকার করেন, কোনও ভূত নিজে চোখে দেখেননি।কাজলের এই এই মন্তব্যেই আগুন জ্বলে ওঠে নেটপাড়ায়। নেটিজেনদের একাংশ অভিনেত্রীর কড়া সমালোচনায় মুখর। একজন লেখেন, “আজ ভূতের গল্প বলে ‘মা’ ছবির প্রচার, কাল বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করে বিজ্ঞানকেই শ্রেষ্ঠ বলবে। কোনও মানে হয়?” আর এক টুইটার ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, “ রামোজি ফিল্ম সিটি যদি সত্যিই ভুতুড়ে হতো, তবে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঘুরতে যেতেন না! রামোজি তো হায়দরাবাদের গর্ব।”