সংবাদসংস্থা মুম্বই: বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান সম্প্রতি এক আবেগঘন ভিডিওতে বলিউড ইন্ডাস্ট্রির রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটিতে কান্নায় ভেঙে পড়া বাবিল-কে দেখা গেছে, যিনি স্পষ্টভাবে বলছেন, “বলিউড একেবারে নষ্ট হয়ে গেছে। বলিউড এতটাই রূঢ়, এতটাই ভণ্ড!”
এদিকে ভিডিও দেখে অনুরাগীদের অনেকেই উদ্বিগ্ন ছিলেন বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে। তবে রবিবার সারাটা দিন টানাপোড়েনের পর অবশেষে আবারও ইনস্টাগ্রামে ফিরে এসেছেন বাবিল। তবে ইনস্টাগ্রামে আবারও ফিরে এসেই তাঁকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে স্পষ্ট করে কথা বলেছেন বাবিল খান। জানিয়েছেন তাঁর ভিডিওটির ‘অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে’।
বিবৃতির মাধ্যমে বাবিল পরে তাঁর মন্তব্যকে সঠিক ব্যাখ্যা করেন। তারপর যে তারকাদের নাম তিনি ভিডিওতে উল্লেখ করেছিলেন তাঁদের অনেককেই বাবিলকে সমর্থন করতে দেখা যায়। যদিও এই ঘটনার পর কেটে গিয়েছে অনেক দিন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন করণ জোহর। তিনি জানান যে ভিডিওটি দেখার পরে তাঁর খুবই খারাপ লেগেছিল।
এক সাক্ষাৎকারে করণ জানান, অভিভাবক হিসেবে তাঁর খুব খারাপ লাগছে। তাঁর কথায়, "বাবিলকে এতটা আবেগপ্রবণ দেখে একজন অভিভাবকের যেমন খারাপ লাগে, আমারও তেমনই খারাপ লেগেছিল। বুঝতে পেরেছি, ওর মনের অবস্থাটা, কারণ আমারও সন্তান আছে।"
