বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের ছায়ায় ঢেকে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রি। ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যুতে গভীর ভাবে ভেঙে পড়েছেন পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রর একটি সাদা-কালো ছবি শেয়ার করে করণ লিখলেন, “একটি যুগ শেষ হল।” ভারতীয় সিনেমার এক মহাগৌরবময় অধ্যায় যে আজ বন্ধ হয়ে গেল, সেই শোকই ফুটে উঠেছে তাঁর বার্তায়।
সমাজমাধ্যমে নিজের আবেগভরা পোস্টে করণ লিখেছেন, “এ এক যুগের অবসান… এক বিশাল মেগা-স্টার… মূলধারার সিনেমায় ‘নায়ক’ শব্দটার প্রকৃত রূপ ছিলেন তিনি। অবিশ্বাস্য রূপবান, অনন্য ব্যক্তিত্বময়, এবং এক রহস্যময় স্ক্রিন ম্যাজিক... তিনি ছিলেন এবং থাকবেন ভারতীয় সিনেমার প্রকৃত কিংবদন্তি, চিরকাল ইতিহাসের পাতায় উজ্জ্বল।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Karan Johar (@karanjohar)
অভিনেতা হিসেবে নয়, মানুষ হিসেবে ধর্মেন্দ্রকে স্মরণ করে করণ লিখেছেন, “তিনি ছিলেন অসাধারণ মানুষ। সবাই তাঁকে ভালবাসতেন। তিনি সবার জন্যই বরাবর ভালবাসা, শুভেচ্ছা আর ইতিবাচকতা নিয়ে থাকতেন। শুধু ভালবাসা আর ইতিবাচকতা বিলিয়েছেন সবাইকে. তাঁর আশীর্বাদ, তাঁর আলিঙ্গন, তাঁর উষ্ণতা- স্রেফ কথায় বোঝানো যাবে না।”
‘হি-ম্যান’, ‘ধরম পাজি’ -এই স্নেহভরা নামেই পরিচিত ছিলেন ধর্মেন্দ্র। ছয় দশকেরও বেশি সময়ে অসংখ্য আইকনিক চরিত্র উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। তাঁর প্রয়াণে শোক বার্তা ভাসছে সোশ্যাল মিডিয়ার দেয়ালে। ভক্ত, সহকর্মী ও বলিউড পরিবার সবাইকে স্পর্শ করেছে এই অপূরণীয় ক্ষতি।