সংবাদ সংস্থা মুম্বই: এক ঝলক দেখলে চিনতেই পারবেন না! সম্প্রতি মুম্বই বিমানবন্দরে হাজির হয়েছিলেন কপিল শর্মা, তবে আগের মতো নয়— একেবারে ঝরঝরে, ফিট, নতুন অবতারে। ধূসর কো-অর্ড সেট, সাদা স্নিকার্স আর কালো সানগ্লাসে  একেবারে ঝকঝকে অবতার। কিন্তু নজর কাড়ল যেটা, সেটা তাঁর চেহারার আমূল বদল। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ঝড়! অনেকে বলছেন, “অসাধারণ পরিশ্রমের ফল!” আবার কেউ কেউ বলছেন, “ওজেমপিক ওষুধ নিচ্ছে বুঝি?”

 

একজন তো খোলাখুলি লিখেই ফেললেন, “আমি নিশ্চিত ওজেমপিক ওষুধের সাহায্য নিয়েছেন কপিল!” অন্য এক নেটিজেনের মন্তব্য, “কঠিন পরিশ্রমের ফলাফল তো এরকম হবেই। দারুণ কাজ করেছেন কপিল ভাই!” আরেকজন লিখলেন, “এসব কী হচ্ছে? প্রথমে করণ জোহরকে দেখলাম এরকম ওজন ঝরাতে এবং এখন কপিল! ব্যাপারটা কী যে চলছে...” মোট কথা, বডি ট্রান্সফর্মেশন নিয়ে চলছে নানা রকম জল্পনা-কল্পনা, কিন্তু কপিল নিজে মুখ খোলেননি। তবে যেটা নিশ্চিত, তিনি ফিরে আসছেন রূপোলি পর্দায়, এক মস্ত চমক নিয়ে!

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kapil Sharma (@kapilsharma)