সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

রাজনীতির কাজের ফাঁকে নতুন ছবির শুটিং শুরু কঙ্গনার

রাজনীতির কাজের মাঝখানে সময় বের করে ছবির কাজে ফিরলেন কঙ্গনা রানাওয়াত। তিনি তাঁর আগামী ছবি 'ভারত ভাগ্য বিধাতা' ছবিটির কাজ শুরু করলেন। অভিনেত্রীর মণিকর্নিকা ফিল্মস প্রোডাকশন হাউজের তরফে এই ছবিটির প্রযোজনা করা হচ্ছে। এদিন ইনস্টাগ্রামে এই প্রযোজনা সংস্থার তরফে ছবি শুরুর খবর দেওয়া হয় অনুরাগীদের। একই সঙ্গে জানানো হয় যে এই ছবির শুটিং শুরু হয়ে গেল। ছবিটির পরিচালনা করবেন মনোজ তাপাড়িয়া। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই পোস্টটি শেয়ার করে লেখেন, 'ছবির সেটে ফিরতে পেরে ভাল লাগছে।' কঙ্গনা রানাওয়াতকে শেষবার 'এমারজেন্সি' ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। একেবারেই ভাল ব্যবসা করতে পারেনি। 

জাগরণে দেবী ভর করেছিল সুধা চন্দ্রনকে! সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতেই বললেন, 'আমি কাউকে...'

সম্প্রতি অভিনেত্রী, নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে কোনও জাগরণে গিয়ে তাঁর ভর হয়েছে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছেন তিনি। কাউকে কামড়াতে যাচ্ছেন, তো কখনও উল্টে পড়ে যাচ্ছেন। যদিও নেটিজেনরা এই ভিডিও নিয়ে বেজায় হাসাহাসি করেছেন। বইছে কটাক্ষের বন্যা। কিন্তু এসবকে মোটেই পাত্তা দিতে নারাজ সুধা। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, 'আমি এখানে কাউকে জবাবদিহি করতে বসিনি। জীবন নিয়ে আমার নিজের দর্শন আছে। আমার কিছু যোগাযোগ রয়েছে যেটাকে আমি সম্মান করি। মানুষের সঙ্গে, কে কী বলল সেটার সঙ্গে আমার কিছু সম্পর্ক নেই। যাঁরা ট্রোল করছেন সেটা তাঁদের ব্যাপার।' তিনি এদিন এও স্পষ্ট করে দেন যে, লোকে কী বলবে সেটা নিয়ে তিনি কখনই ভাবেননি। 

'আজকালকার অনেক হিরোইনদের থেকে সুন্দরী ছিলাম': নীনা গুপ্ত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নীনা গুপ্ত তাঁর সৌন্দর্যের সঙ্গে বর্তমান সময়ের অভিনেত্রীদের সৌন্দর্যের তুলনা টেনেছেন। জানিয়েছেন তাঁদের তুলনায় তিনি তাঁর অল্প বয়সে বেশি সুন্দরী ছিলেন। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, 'আমি মাঝে মধ্যেই আজকালকার নায়িকাদের সঙ্গে তুলনা করি। মনে হয় আমি আরও অনেক ভাল কাজ করতে পারতাম। আমাকে দেখতেও সুন্দর ছিল বেশি। এসব ভাবনা আসে। কিন্তু কী লাভ আর এসব ভেবে এখন?' তিনি এদিন এও জানান এটার দোষ সম্পূর্ণ তাঁর। নীনা গুপ্ত বলেন, 'আমার ধৈর্য ছিল না। অনেক ভুল করেছি। আমার আত্মবিশ্বাস কম ছিল। সেগুলোই আমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কেউ এমন ছিল না যে আমায় গাইড করতে পারে।'