সংবাদ সংস্থা মুম্বই: বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত এবার তীব্র ভাষায় আক্রমণ করলেন কৌতুকাভিনেতা কুণাল কামরাকে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন কুণাল, যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা।

 

সম্প্রতি, নিজের কমেডি শো-এ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন কুণাল কামরা। যার লক্ষ্য দিল, শিবসেনা ছেড়ে মহারাষ্ট্র সরকারের নতুন জোট গঠনের  শিন্ডের সিদ্ধান্ত। এই মন্তব্যের বিরুদ্ধে এদিন সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, “কারও মতের সঙ্গে আপনি একমত হোন বা না হোন, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, বিশেষ করে আমার সঙ্গে ঘটে যাওয়া একটি অবৈধ ঘটনার প্রসঙ্গ টেনে এনে মজা করা—এটা একেবারেই ঠিক নয়।”

 


কঙ্গনার এই বক্তব্য ২০২০ সালে তাঁর মুম্বইয়ের অফিস ভেঙে ফেলার প্রসঙ্গের দিকে ইঙ্গিত করছিল, যা শিবসেনা-নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তাঁর বিবাদের সময় ঘটে। কঙ্গনা আরও বলেন, “শিন্ডেজি একসময় অটো চালাতেন, আর আজ তিনি নিজের যোগ্যতায় এত বড় জায়গায় পৌঁছেছেন। কিন্তু তাঁকে নিয়ে ব্যঙ্গ করছে কারা? তাঁদের নিজস্ব কী যোগ্যতা আছে? তাঁরা জীবনে কী অর্জন করেছেন?” সহজ কথায়, মাত্র দু’মিনিটের প্রচারের জন্য আজকাল সকলে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আসলে কাজের কাজ কিছু পারেন না বলেই মত অভিনেত্রীর। যদিও খানিক এক ঘটনা ঘটে কঙ্গনার সঙ্গে বেশ কয়েক বছর আগে তাঁর মুম্বইয়ের বাড়ির অবৈধ ভাবে নির্মাণের অভিযোগে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) অভিনেত্রীর বাড়ির একাংশ ভেঙে দেয়। যদিও নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অসাংবিধানিক আখ্যা দিলেন। কিন্তু কুণালের শো যে হোটেলে হয় সেটি ভাঙা সম্পূর্ণ বৈধ বলেই দাবি করেন।

 

তবে সমালোচনার মুখেও কুনাল কামরা ক্ষমা চাইতে অস্বীকার করেন এবং নিজের বক্তব্যে অনড় থাকেন। তিনি বলেন, "নেতাদের নিয়ে ব্যঙ্গ করা এবং রাজনৈতিক ব্যবস্থার সার্কাস তুলে ধরা কোনও অপরাধ নয়।”  ঠাট্টা করে আরও বলেন, “আমার পরবর্তী শো-এর জন্য এবার  মুম্বইয়ের যে কোনও জরাজীর্ণ কাঠামো বেছে নেব, যেগুলো দ্রুত ভাঙার প্রয়োজন!”

 

এই বাকযুদ্ধ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল ও নেটদুনিয়া!