সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

রণবীরের কোন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা?

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে নিয়ে কথা বলেন কঙ্গনা। জানান, একটি ছবির প্রস্তাব নিয়ে অভিনেতা নাকি তাঁর বাড়িতে এসেছিলেন। ২০১৮-য় মুক্তিপ্রাপ্ত 'সঞ্জু' বক্স অফিসে দারুণ সাফল্য পায়। কঙ্গনাকে নাকি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। অভিনেত্রী জানান, রণবীর নিজে কঙ্গনার বাড়িতে এসে বলেছিলেন, দয়া করে 'সঞ্জু'তে একটা চরিত্রে অভিনয় করার জন্য। কিন্তু তিনি রাজি হননি। 


দীপিকা-অনুষ্কার ঠান্ডা লড়াই 

'ব্যান্ড বাজা বরাত' ছবির সেট থেকে অনুষ্কা শর্মা ও রণবীর সিং-এর প্রেমের গুঞ্জন রটেছিল বলিপাড়ায়। যদিও দু'জনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর সম্পর্কে জড়ালে নাকি অনুষ্কা ও দীপিকার সম্পর্কে চিড় ধরে। দুই অভিনেত্রীর মধ্যে নাকি চলতে থাকে ঠান্ডা লড়াই। এই বিষয়ে মুম্বই সংবাদমাধ্যমকে অনুষ্কা সম্প্রতি জানান, তাঁর এবং দীপিকার মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছেন কারওর সঙ্গে লড়াই করতে নয়। এবং দু'জন অভিনেত্রীর সম্পর্ককে সবসময় বিভেদের চোখে দেখা উচিৎ নয় বলেও জানিয়েছেন অনুষ্কা।


বাবা-মার বিচ্ছেদের পর কী দশা হয়েছিল ফারহানের?

বাবা জাভেদ আখতার ও মা হানি ইরানির বিচ্ছেদের পর ছোটবেলায় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল ফারহান আখতারের জন্য। সেই কারণে তিনি চাননি তাঁর মতোই তাঁর ছেলে মেয়েরা কষ্ট পাক। তাই প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদের সময় তিনি এবং অধুনা সন্তানদের পুরো বিষয়টা খোলসা করেছিলেন। এবং সেই সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিলেন যাতে পরিস্থিতি সহজভাবে সন্তানরা মেনে নিতে পারে।