সংবাদ সংস্থা, মুম্বই: প্রথম দিন থেকেই আইনি জটে আটকে পড়ে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ ।  ইন্দিরা গান্ধীর জীবনের উপর তৈরি হওয়া এই ছবির বেশ কিছু তথ্য নিয়ে আপত্তি জানায় শিখ সংগঠন এবং শিরোমণি আকালি দল। তাঁদের দাবি, ছবিতে ভুল তথ্য দেখানো হয়েছে। ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সমস্ত বিতর্কের মাঝেই শেষমেশ নির্দিষ্ট দিনে মুক্তির মুখ দেখতে পেল না ‘ইমার্জেন্সি৷ 

আজ ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ‘ ইমার্জেন্সি’র মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি কঙ্গনার ছবি। আপাতত ছবিমুক্তির উপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। তাই প্রেক্ষাগৃহে এখনই মুক্তি পাচ্ছে না ‘ইমার্জেন্সি’। শুক্রবার ‘ভারাক্রান্ত হৃদয়ে সোশাল মিডিয়ায় বলিউড 'কুইন'  নিজেই সেকথা জানিয়েছেন। 

এদিন কঙ্গনা এক্স হ্যান্ডেলে (পূর্বের টুইটার) পোস্ট করেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ঘোষণা করছি যে আমার পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’স্থগিত করা হয়েছে। আমরা এখনও সেন্সর বোর্ডের শংসাপত্রের জন্য অপেক্ষা করছি। নতুন মুক্তির তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। আপনাদের বোঝাপড়া এবং ধৈর্যের জন্য ধন্যবাদ (হাত জোড় করা ইমোজি)।’ 

শোনা যাচ্ছে, অপরাশেন ব্লু-স্টার এর কিছুটা প্রসঙ্গের সঙ্গে ১৯৭৫ সালে হওয়ার ভারতের জরুরি অবস্থার ২১ মাসের সময়কে বড় পর্দায় তুলে ধরছেন কঙ্গনা এই ছবিতে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর শাসনকাল, জরুরি অবস্থা জারি থেকে ইন্দিরা হত্যাই এই ছবির মূল কাহিনি। আগামী ৬ সেপ্টেম্বর ‘ইমার্জেন্সি’ মুক্তি পাবার কথা ছিল। ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্কে জড়ায় ‘ইমারজেন্সি’। তারপরেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র তরফেও ছবিটি ক্লিনচিট পায়নি৷ শুধু তাই নয়, ছবির মুক্তি ঘিরে মামলা চলছে আদালতে ৷ সেন্সর বোর্ডের তরফে ছবিটিকে এখনও ক্লিনচিট না দেওয়ায় আপাতত ‘ইমার্জেন্সি’র ভবিষ্যৎ বিশ বাঁও জলে।

প্রসঙ্গত, এই ছবিতে কঙ্গনার চরিত্রের লুককে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অস্কার-জয়ী প্রস্থেটিক রূপটান শিল্পী ডেভিড মালিনস্কি। ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে দেখা যাচ্ছে অনুপম খেরকে।ইমারজেন্সি নিয়ে দোলাচলের মাঝেই কঙ্গনা রানাওয়াত ঘোষণা করেছেন তাঁর নতুন ছবি 'ভারত ভাগ্য বিধাতা'। ছবিটি মূলত দেশাত্মবোধক থিমের উপর ভিত্তি করে তৈরি হবে।