সংবাদ সংস্থা, মুম্বই: কখনও আলটপকা মন্তব্য, কখনও বা শালীনতার মাত্রা ছাড়ানো কথা। বিতর্কিত মন্তব্যে প্রায় রোজই শিরোনামে থাকেন কঙ্গনা রানাওয়াত। এক সময়ে বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বলিউডের ‘কুইন’। এবার হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে নতুন অভিযোগ আনলেন অভিনেত্রী। তাঁর নিশানায় বি টাউনের নায়কেরা। মহিলাদের যৌন হেনস্থা করেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতা, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলেন। সেই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্যে উঠে আসে বলিউড অভিনেতাদের বিরুদ্ধে মহিলাদের শারীরিকভাবে হেনস্থা করার প্রসঙ্গ। কঙ্গনার কথায়, কয়েকজন বলিপাড়ার অভিনেতা মহিলাদের ‘শোষণ’ করে চলেছেন। স্পষ্ট ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “এঁরা বাড়ির নৈশভোজে মহিলাদের আমন্ত্রণ জানান। নিয়মিত মেসেজ করেন, যে কোনও উপায়ে মহিলাদের বাড়িতে ডাকার ছুতো খোঁজেন।”
কঙ্গনার বক্তব্য, সমাজে সাধারণভাবে মেয়েদের প্রতি সম্মানের অভাব রয়েছে। চলচ্চিত্র জগৎও তাঁর ব্যতিক্রম নয়। যেমন কলেজের ছাত্রদের মেয়েদের প্রতি অশালীন মন্তব্য করতে দেখা যায়, তেমনই কর্মক্ষেত্রেও মহিলারা বিরূপ আচরণের সম্মখীন হন। এই প্রসঙ্গে তিনি এক সময়ে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের একটি মন্তব্যের উল্লেখ করেন। চলচ্চিত্র জগতে ধর্ষণ ও যৌন হেনস্থা নিয়ে বলিপাড়ায় বিখ্যাত কোরিওগ্রাফার বলেছিলেন, “ধর্ষণ করা হয় ঠিকই। আবার এরাই মুখে খাবারটাও তুলে দেয়।” সেই মন্তব্যের রেশ ধরে কঙ্গনা বলেন, সরোজ খানের বক্তব্যই প্রমাণ ইন্ডাস্ট্রিতে মহিলাদের কী ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়।”
কঙ্গনা এখন তাঁর আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে ব্যস্ত। আইনি জটে আটকে সেই ছবি । ইন্দিরা গান্ধীর জীবনের উপর তৈরি হওয়া এই ছবির বেশ কিছু তথ্য নিয়ে আপত্তি জানায় শিখ সংগঠন এবং শিরোমণি আকালি দল। তাঁদের দাবি, ছবিতে ভুল তথ্য দেখানো হয়েছে। ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ফলে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি কঙ্গনার ছবি। আপাতত ছবিমুক্তির উপর আদালতের স্থগিতাদেশ রয়েছে।
