নিজস্ব সংবাদদাতা: ছোট্ট কৃষভিকে কার মতো দেখতে হয়েছে? মা শ্রীময়ী নাকি বাবা কাঞ্চনের মতো? বেশ কয়েক মাস দর্শকের কৌতূহলের অন্ত ছিল না! অবশেষে অক্ষয় তৃতীয়ায় মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আজ বুধবার ছিল কৃষভির মুখেভাতের অনুষ্ঠান। এই বিশেষ দিনেই একরত্তির মুখ দেখালেন তারকা দম্পতি। 

বুধবার কলকাতার ইস্কন মন্দিরে মেয়ের মুখে ঠাকুরের প্রসাদ তুলে দেন কাঞ্চন-শ্রীময়ী। খুদের পরনে ছিল টুকটুকে লাল বেনারসি। মাথায় মুকুট আর লাল উড়না। সঙ্গে সোনার গয়না। মেয়ের সঙ্গে ম্যাচিং করে শাড়ি পড়েন শ্রীময়ীও। কাঞ্চন পরেছিলেন লাল সুতোর কাজের সাদা পাঞ্জাবি। 

একেবারে সাদামাঠা ভাবেই পালিত হয়েছে কৃষভির এই বিশেষ দিন। নিয়ামানুযায়ী ছোট্ট কৃষভির সামনে থালায় সাজিয়ে দেওয়া হয় টাকা, মাটি, বই, গীতা  পেন-সহ আরও নানা সরঞ্জাম। সেই থালা থেকে কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে গীতা ধরেছেন বলে খবর। 

গত বছর ২ নভেম্বর বাবা হয়েছেন কাঞ্চন। দীপাবলির পরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মেয়ের জন্মের পর অভিনেতা জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। মল্লিক বাড়িতে নতুন সদস্য আসার খবর ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। তবে কালীপুজোর ছবি প্রকাশ্যে আসতেই সন্তান আসার গুঞ্জন শোনা গিয়েছিল।