নিজস্ব সংবাদদাতা: গত বছর সকলকে চমকে দিয়ে প্রেম দিবসে আইনি বিয়ে সেরে ফেলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় তাঁদের কোল আলো করে আসে প্রথম কন্যা সন্তান কৃষভি। আপাতত তাঁকে ঘিরেই দম্পতির সুখের সংসার। আর তাই এবছর প্রথম বিবাহবার্ষিকী জমিয়ে সেলিব্রেট করলেন কাঞ্চন ও শ্রীময়ী।
বিবাহবার্ষিকীতে শ্রীময়ীকে দেখা গেল লাল রঙের সিল্কের হল্টার-নেক বডিকন গাউনে। অন্যদিকে, কাঞ্চনের পরনে সাদা শার্টের সঙ্গে ছিল নীল রঙের ব্লেজার ও টাউজার। নিজেদের কাটানো বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করলেন তারকা জুটি।
শ্রীময়ীর ভাগ করে নেওয়া ছবিতে দেখা গেল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে সেলিব্রেট করতে দেখা গেল তারকা জুটিকে। আবার শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদনও করেন কাঞ্চন। আর তারপরই একদম শ্রীময়ীর ঠোঁটে প্রকাশ্যেই ঠোঁট রাখলেন কাঞ্চন। লেন্সবন্দি হল, তাঁদের সেই রোম্যান্টিক মুহূর্ত।
নিজেদের এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তুলেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁদের সমাজমাধ্যমের স্টোরিতে দেখা গেল ফুল, আলো, বেলুনে সাজানো খাট। যেন বিশেষ এই দিনে দ্বিতীয় ফুলশয্যার ব্যবস্থাও করে ফেলেছিলেন তারকা জুটি।
