নিজস্ব সংবাদদাতা: ফের বড়পর্দায় পরিচালক রাজা ঘোষ। এবার তাঁর পরিচালনায় ফুটে উঠবে ভৌতিক গল্পের স্বাদ। দর্শককে গা ছমছমে অভিজ্ঞতার সাক্ষী করতে আসছে তাঁর নতুন ছবি।
তিনটি ভূতুড়ে গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবিটি। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির কাজ। সমাজ মাধ্যমে অভিনেতা, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি ভাগ করে রাজা জানান, নতুন পথ চলা শুরুর কথা।
সূত্রের খবর, গল্পে কমলেশ্বর মুখোপাধ্যায় ছাড়াও দেখা যেতে পারে দিব্যেন্দু ভট্টাচার্য ও সায়ন্তনী গুহঠাকুরতাকে। গল্পে এক মায়াবী ভূতের চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে। তিনটি গল্পের একে অন্যটির সঙ্গে থাকবে যোগসূত্র। ভূতুড়ে গল্প হলেও থাকবে রহস্য! থাকবে প্রশ্নও। যার উত্তর মিলবে ছবিতে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই তৈরি চিত্রনাট্য। যদিও এখনও চূড়ান্ত হয়নি ছবির নাম। ছবির গানের দায়িত্বে রয়েছেন প্রাঞ্জল দাস। শুটিং চলবে শহরের বিভিন্ন জায়গায় জুড়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ছবিটি।
