সংবাদ সংস্থা মুম্বই: স্টার ইমেজ তৈরির নামে বলিউডে চলছে জমজমাট ‘দেখনদারি’, আর সেই সংস্কৃতির মুখোশ একঝটকায় খুলে দিলেন কাল্কি কোয়েচলিন! সদ্য এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, স্রেফ পুরনো একটি ছোট গাড়িতে চেপে হাজির হয়েছিলেন বলে এক নামি বলিউডি ফিল্মি অ্যাওয়ার্ডে ঢোকার আগে তাঁকে আটকে দেওয়া হয়, কারণ তিনি নিয়ে যাননি কোনও বড় গাড়ি বা বাহারি !
“বছরের পর বছর আমি আমার সেই ছোট্ট গাড়িতে করে সেই নামি অ্যাওয়ার্ডেগেছি। এমনও হয়েছে, আমার পোশাক গাড়ির চেয়েও বড়! গেটের কাছে গাড়ি আটকে দিয়ে বলা হত ঢুকতে পারবে না। আমায় প্রমাণ করতে হতো আমি কাল্কি,” বললেন তিনি। স্টার ইমেজ না বানালে, সঙ্গে নিজের বিরাট টিম নিয়ে ঘোড়ামারা না করলে বলিউডে সুযোগ মেলে প্রস্তাবও অফারও কমে যায়,” বললেন তিনি। তবে এই জীবনযাত্রা তাঁর নয়।
“আমি সেই জীবন চাই না—আমি স্বাধীনতা ভালবাসি। আমি নিজে গোয়ায় একটা সুন্দর বাড়িতে থাকি, মুম্বইয়ে যাতায়াত করি বিমানে । আমার খরচ সব সেখানেই যায়। আমি জানি এমন অনেক তারকাকে, যারা এক কামরার ফ্ল্যাটে থাকেন, কিন্তু ছবি সংক্রান্ত আলোচনার জন্য বিরাট গাড়ি নিয়ে যান। বাহারি গাড়ি আর চালকের পেছনে একটা গ্ল্যামার বানানো হয়, কিন্তু ভিতরে থাকে ফাঁপা গল্প,”—সোজা কথায় সোজা ছুরির মতো কল্কি কেটে ফেললেন বলিউডের গ্ল্যামার-অভিনয়। তবে তিনি স্বীকার করেন, বড় তারকাদের নিরাপত্তার জন্য দেহরক্ষী, পিআর টিমের প্রয়োজন হয়। এবং তারকার ইমেজ-বিল্ডিং পুরোপুরি অপ্রয়োজনীয় নয়।
আর বিমানবন্দরে ছবি তোলার ঝড়? “সেটা আমি মেনে নিয়েছি। এক-দেড় ঘণ্টা তো শুধু নিজস্বী তোলা নিয়েই কেটে যায়,” বললেন তিনি মজা করে।
