নিজস্ব সংবাদদাতা: নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই 'হইচই'-এ মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত 'ডাইনি' ওয়েব সিরিজটি। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজ দেখেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী, সঞ্চিলিকা পরমা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটূক্তির ভাষা নিয়ে আবার বাংলা বিনোদুনিয়ায় শোরগোল পড়ে যায়। 'ডাইনি'কে কটাক্ষ করে 'যাত্রা টাইপ' বলেছিলেন।এবার সেই প্রেক্ষিতেই পাল্টা সুর চড়ালেন বর্তমান যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী।

 

 

সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, "যাত্রা মায়ের প্রচুর সন্তান আছেন যাঁরা মায়ের এই অপমান মেনে নেন না। ভবিষ্যতে সাবধানে কলম চালাবেন।জীবনের অধিকাংশ সময়টা ঠান্ডা ঘরে কাটিয়ে দেওয়া মানুষ আপনি। আপনি যাত্রার কী বোঝেন? যাত্রার কষ্টের ব্যাপারে কী জানেন? হিম্মত আছে, ৩ ঘণ্টা শুকনো কাঠের স্টেজের উপর অভিনয় করে খোলা আকাশের নিচে, ভিজে মাটিতে, ধানের গোঁজের উপর শুধু গান না, অভিনয়ের সঙ্গে নাচ-গান করে দর্শক বসিয়ে রাখার? তাই ভেবে কলম ধরুন।"

 


আজকাল ডট ইন-কে কাকলি চৌধুরী বলেন, "পরমার পছন্দ-অপছন্দ নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। পরমা লিখেছিলেন 'ডাইনি জঘন্য সামাজিক যাত্রা-টাইপ', শুধুমাত্র এই মন্তব্যে আমার আপত্তি রয়েছে। এত বড় অধিকার ওঁকে কে দিল? এত বছরের পুরনো একটা ঐতিহ্যকে এইভাবে অপমান করার অধিকর কে দিল? ও এত বড় বোদ্ধা যে যাত্রাকে ব্যঙ্গ করতে ছাড়ছেন না। পরমা বলেছিলেন, 'কে কাকলি চৌধুরী চিনি না'। ও না চিনলে আমার কিচ্ছু যায় আসে না। সমগ্র বাংলার মানুষ চেনে, তাঁরা সংস্কৃতি সম্পর্কে সচেতন, তাই ওঁর না চেনায় কোনওকিছু পরিবর্তন হবে না। ওঁর যে যাত্রা সম্পর্কে কোনও জ্ঞান নেই তা স্পষ্ট করে দিয়েছে নিজের লেখায়।"

 


তিনি আরও বলেন, "যাত্রাকে অপমান করেছে বলেই আমি প্রতিবাদ করেছি। কোনও খারাপ অভিনয়কে কেন যাত্রার সঙ্গে তুলনা করা হবে? খারাপ কিছুর তুলনায় যাত্রাকে উপমা হিসাবে কেন তুলে ধরা হবে? যাত্রার সঙ্গে যুক্ত থাকি আর না থাকি, যতদিন বেঁচে থাকব যাত্রার অপমানে প্রতিবাদ করবই।"