নবমীর রাত মানেই দেবীর কৈলাসে ফিরে যাওয়ার সময় আসন্ন। আবারও শুরু হয় এক বছরের অপেক্ষা। দশমীর সকাল গড়িয়ে দুপুর ছুঁতেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় উমার বিদায়বেলার বিভিন্ন আচার-অনুষ্ঠান। চলে দেবী বরণ, সিঁদুর খেলা। আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে দেবী বরণের পর সিঁদুর খেলায় সাধারণ মানুষের পাশাপাশি মেতে উঠলেন তারকারাও।
মুম্বইয়ের নর্থ সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে দেখা পাওয়া গেল বলিউডের পরিচিত মুখ কাজল ও জনপ্রিয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল তাঁদের দু’জনের একসঙ্গে সিঁদুর খেলার নানান মুহূর্তের ভিডিও ও ছবি, যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছে ভক্তদের।

একটি ভিডিওতে দেখা যায়, ঋতুপর্ণার কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন কাজল। মিষ্টি হাসি আর আন্তরিক স্পর্শের এই ছোট্ট রীতি দুই অভিনেত্রীর বন্ধুত্বের উজ্জ্বল প্রমাণ। এরপর ঋতুপর্ণাও একইভাবে কাজলকে সস্নেহে সিঁদুর মাখিয়ে দিলেন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়ে যায় সেই মুহূর্ত। এরপর তাঁরা দু’জনেই হাসিমুখে ছবির জন্য পোজও দেন। এদিন কাজলকে লাল-সাদা শাড়ি ও ব্লাউজে আর ঋতুপর্ণা ধরা দিয়েছিলেন হলুদ-লাল শাড়িতে।
এর আগে কাজল তাঁর মেয়ে নইসা দেবগণের সঙ্গে বিজয়াদশমীর রীতিনীতি পালন করেছেন। নইসা স্যাফরন রঙের স্যুটে ছিলেন, আর মেয়ের সঙ্গে অভিনেত্রীর সময় কাটানোর সেইসব মূহূর্তের ছবি ভক্তদের মন ছুঁয়ে গেছে। কাজলকে দেখা গিয়েছে তাঁর বোন তনিশা মুখার্জীর সঙ্গেও সময় কাটাতে—তনিশাকে দেখা গেল লাল শাড়িতে। দেখামাত্রই ছোট বোনকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরতে দেখা গেল কাজলকে।তনিশাও কাজলের পায়ে হাত দিয়ে প্রণাম জানান।
উল্লেখ্য, কাজল প্রতিদিন পুজোর ক'দিন এই মণ্ডপে হাজির হয়েছেন এবং সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে উপস্থিত বিভিন্ন তারকাদছর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মণ্ডপে তাঁকে দেখা গিয়েছে জয়া বচ্চন, রানি মুখার্জী, হৃতিক রোশন, সুমনা চক্রবর্তী ও অয়ন মুখার্জীর সঙ্গে পোজ দিতে।
বুধবার কাজলের স্বামী, অভিনেতা অজয় দেবগণও এই মণ্ডপে হাজির হয়েছিলেন। ঐতিহ্যবাহী পোশাকে অজয় ভক্ত ও ফটোগ্রাফারদের জন্য ছবির নানান মুহূর্ত তৈরি করেন, কাজল, নইসা, তনিশা, অয়ন এবং ভাইপো দানিশ ও আমানের সঙ্গে পোজ দিতে দিতে।
বর্তমানে টুইঙ্কল খান্নার সঙ্গে কাজল ব্যস্ত তাঁর টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' নিয়ে। এই শো গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং প্রতি বৃহস্পতিবার তার নতুন একটি পর্ব সম্প্রচার হয়। এছাড়া কাজল 'দ্য ট্রায়াল: প্যায়ার কানুন ধোঁকা' সিজন ২ এবং প্রভু দেবার 'মহারাগনি: কুইন অফ কুইন্স-এও অভিনয় করবেন।
