সংবাদ সংস্থা মুম্বই: ২০১৯-এ মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপিয়েছিল ‘কবীর সিং’। এখনও পর্যন্ত শাহিদ কপূরের কেরিয়ারের সফলতম ছবি ‘কবীর সিং’।  বক্স অফিসে ৩৭০ কোটি টাকার ব্যবসা করেছিল ওই ছবি। এরপর রণবীর কাপুরের সঙ্গে হাত মিলিয়ে ‘অ্যানিম্যাল’ ছবি বানিয়েছেন সন্দীপ রেড্ডি ভঙ্গা। ২০২৩-এর ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। ছবিমুক্তির পরপরই তোলপাড় শুরু হয়েছিল বক্স অফিস থেকে নেটপাড়ায়। মাত্রাতিরিক্ত টক্সিক নাকি ভায়োলেন্সটা সমস্ত লেভেলের উপরে? ‘আলফা মেল’-এর ইমেজ দেখিয়ে কি পরিচালক যুব সমাজের মানসিকতার ক্ষতি করছেন? এসব বিতর্ককে পিছনে ফেলে রেকর্ড পরিমাণ টাকা আয় করেছিল এ ছবির নির্মাতারা। ছবিতে দর্শক-সমালোচকদের নজর কেড়েছে রণবীর কাপুর এবং অনিল কাপুরের রসায়ন। তবে জানেন কি 'অ্যানিম্যাল'-এ রণবীরের সঙ্গে এক দৃশ্যে দেখতে পাওয়ার কথা ছিল ‘কবীর সিং’-এর? 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে একথা ফাঁস করেছেন খোদ সন্দীপ রেড্ডি ভাঙ্গা। জানালেন, ‘কবীর সিং’ দিল্লির এক নামী বেসরকারি হাসপাতালের নামকরা সার্জন। আর 'অ্যানিম্যাল'-এ দেখা যায় রণবীর গুরুতর আহত হওয়ার পর দিল্লির এক নামী হাসপাতালেই ভর্তি হয়েছিল। সন্দীপ ভেবেছিলেন, ওই হাসপাতাল-ই হতে পারত ‘কবীর সিং’-এর। রণবীরের মতো এত গুরুত্বপূর্ণ রোগীর গুরুতর অস্ত্রোপচারের দায়িত্ব নিতে পারেন কোনও বড় সার্জন-ই। সেখানেই ঢুকে পড়তে পারত ‘কবীর’। পরিচালকের এই ভাবনা শুনে সেটের সবাই হইহই করে উঠেছিলেন। সন্দীপ নিজেও চেয়েছিলেন এরকম দৃশ্য রাখতে। কিন্তু শেষমেশ তা বাতিল করে দেন নিজেই। 

 

তবে কি ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’-এ দেখা হতে পারে এই দুই ধুরন্ধর? সে প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।