সংবাদসংস্থা মুম্বই: ১৯৯৮ সালে বড়পর্দায় 'ডোলি সাজা কে রখনা' ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রেখেছিলেন অভিনেত্রী জ্যোতিকা। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে জ্যোতিকার বিপরীতে ছিলেন অক্ষয় খান্না। তবে সে ছবি একেবারেই চলেনি বক্স অফিসে। যার ফলে ২৭ বছর ধরে বলিউডে অভিনয়ের প্রস্তাব পাননি তিনি! এক সাক্ষাৎকারে নিজেই এই এ কথা জানিয়েছিলেন জ্যোতিকা।
গত বছর 'শয়তান’ ছবিতে দেখা গিয়েছিল জ্যোতিকাকে। অজয় দেবগণ এবং মাধবনের পাশাপাশি সেই ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরা। কিন্তু একসময় পরপর দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয় করছিলেন তিনি এবং তারপর জনপ্রিয় দক্ষিণী তারকা সূরইয়ার সঙ্গেও বিয়ে হয়ে যায়। যার ফলে, বলিপাড়ায় এরকম একটি ধারণা চাউর হয়ে যায়, জ্যোতিকাও হয়তো আর বি-টাউনে ফিরতে আগ্রহী নন।
এমনকী বিনোদন জগতে তিনি লিঙ্গবৈষম্যের শিকারও হন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "সূরইয়ার সঙ্গে বিয়ের পর যদি নিজেকে ভাগ্যবান মনে করি, তাহলে সবাই ভাবেন সুরিয়া খুব ভাল ছেলে। যদিও সূরইয়া খুব ভাল মানুষ। তবুও অন্য কোনও পুরুষ যদি তাঁর স্ত্রীর জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন, তাহলে তাঁকে কটূক্তির শিকার হতে হয়।"
তিনি আরও বলেন, "একজন নারীর স্বাধীনতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। সংসার আর কাজ দু'টোই বেছে নিয়েছি। তাই দু'টোই সঙ্গে নিয়ে এগোচ্ছি। কটাক্ষকে গুরুত্ব দিই না।"
