সংবাদসংস্থা মুম্বই: বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন আমির পুত্র ও শ্রীদেবী কন্যা। অর্থাৎ,আসন্ন ছবি 'লভইয়াপ্পা'য় মুখ্য চরিত্রে দেখা যাবে জুনেইদ খান ও খুশি কাপুরকে।  

 

ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ছবি 'লাল সিং চড্ডা'য় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে তাঁর আসন্ন রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়।

 

ইতিমধ্যেই ছবির প্রথম গান নজর কেড়েছে নেটিজেনদের। বলি তারকাদের প্রশংসার বন্যায় ভাসছেন জুনেইদ-খুশি। ছবির একটি গানে দুই তারকাকে নাচ শেখানোর দায়িত্বে ছিলেন ফারহা খান। কিন্তু এই কাজ করতে গিয়ে বেহাল দশা হয়েছিল তাঁর। 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে জুনেইদ মজার ছলে বলেন, "আমায় নাচ শেখাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিল ফারহা ম্যামের। অনেক চেষ্টার পরেও যখন পারছিলাম না তখন তিনি হাল ছেড়ে দেন। বলেন, 'তোর দ্বারা নাচ হবে না। খুশি নাচবে। তুই দেখবি।' আমিও চেষ্টা করেছিলাম। কিন্তু স্বাভাবিকভাবেই পারিনি।"