সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বোনের বরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জুনেইদ!


২০২৪ সালে দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরেকে বিয়ে করেন ইরা খান। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে ইরার ভাই জুনেইদ খানের সামনে পরীক্ষা দিতে হয় নূপুরকে। মজার ছলে মদ্যপানে প্রতিযোগিতা করেছিলেন জুনেইদ। প্রতিযোগিতার শেষে ইরা এটির একটি ভিডিও করেন, সেখানে দেখা যায় জুনেইদ ও নূপুর দু'জনে বাথরুমে বাকিটা রাত কাটিয়ে দেন। জুনেইদের কথায়, "আমি নূপুরকে তুলে বিছানায় শুইয়ে দিই, তারপর সারারাত ও আমাকেই আদর করে কাটিয়ে দিল। যেহেতু, আমার বিছানায় শুয়েছিল, কী না কী ভাবছিল কে জানে।" 


নজরকাড়া দীপিকা 


ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সংস্থার ২৫ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যে মুম্বইয়ে আয়োজিত হল ফ্যাশন শো। সেই শোয়ের মঞ্চ মাতালেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়ে দুয়ার জন্মের পর এই প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন তিনি। মঞ্চে দীপিকার লুক নজর কেড়েছে নেটিজেনদের। 


জুতোর জন্য আবাসন কিনলেন কৃষ্ণা


অভিনেতা কৃষ্ণা অভিষেকের পোশাক এবং জুতোর প্রতি ভালবাসা নজর এড়ায় না নেটিজেনদের। এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি তিন কামরার আবাসন কিনেছেন যেখানে শুধুমাত্র তাঁর পোশাক ও জুতো থাকে। এমনকী প্রতি ছ'মাস অন্তর তিনি পুরনো জিনিস পরিবর্তন করতে থাকেন।