সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছিল বছরের অন্যতম ব্লকবাস্টার। পাঁচ বছরের বিরতির পর বড়পর্দায় এই ছবিই ফিরিয়ে এনেছিল কিং খানকে। তবে শুধু শাহরুখ বা দীপিকা পাড়ুকোন নয়, এই ছবি দিয়ে বাজিমাৎ করেছিলেন জন আব্রাহামও—ভিলেন জিম চরিত্রে। স্টাইল, স্টান্ট আর শীতল প্রতিহিংসায় মোড়া এই চরিত্র দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেয়।

খবর, এবার সেই জিম-কেই নিয়ে আসছে যশ রাজ ফিল্মস । না, পাঠানের সিক্যুয়েল নয়—এবার প্রিকুয়েল! অর্থাৎ পাঠানের কাহিনির অনেক আগে, যখন জিম ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার সেরা এজেন্টদের একজন, ঠিক তখনকার কাহিনি নিয়েই আসছে নতুন ছবি।


এই ছবি প্রসঙ্গে মাস কয়েক আগে জন আব্রাহাম বলেছিলেন, ‘এটা শুধু একটা চরিত্র নয়, একটা জার্নি’ যশ রাজ ফিল্মস-এর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে— “আদিত্য চোপড়া ও শ্রীধর রাঘবন মিলে জিমকে নিয়ে এমন একটি গল্প তৈরি করেছেন, যেটা শুধু অ্যাকশন নয়, ওর মানসিক যন্ত্রণা, ক্ষোভ আর বদলের দিকটাকেও তুলে ধরবে। চিত্রনাট্য  শুনেই রাজি হয়ে গিয়েছেন জন আব্রাহাম।”

পাঠানের স্পিন-অফ অবশ্য এখন পরিকল্পনার স্তরে। সব কিছু ঠিকঠাক চললে ২০২৬ সালে শুটিং শুরু হবে, আর ২০২৭ সালে রিলিজ। স্পাই ইউনিভার্সে জিম-এর একক অধ্যায়। এই নতুন ছবিতে থাকবে যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের অন্য চরিত্রদের ক্যামিও। অর্থাৎ টাইগার, কবীর, পাঠান—সবাই মিলেই জিমের অতীতকে তুলে ধরবে এক অভূতপূর্ব প্লটের মাধ্যমে।

জানা গিয়েছে, জন বর্তমানে রাকেশ মারিয়া বায়োপিক-এর শুটিং করছেন রোহিত শেট্টির সঙ্গে। এরপর এক সুপারহিরো ছবিতে ব্যস্ত থাকবেন, তারপরই হাতে নেবেন ‘জিম’।

 জনের জবানিতেও এই ছবি সম্পর্কে পাওয়া গিয়েছিল ইঙ্গিত! এক সাক্ষাৎকারে জন বলেন—“আদিত্য আমার চরিত্রটা খুব ভাল বোঝে। আমরা জিমের প্রিকুয়েল নিয়ে কথা বলেছি—যখন সে এখনকার মতো এতটা নিষ্ঠুর হয়ে ওঠেনি। আশা করি খুব তাড়াতাড়ি শুরু করতে পারব।”এই মুহূর্তে অনুরাগীদের  আগুনপোড়া প্রশ্ন—‘জিম’ কি ফের বলিউডে সেরা ভিলেন হবে, না সে নিজেই হয়ে উঠবে নায়ক?

জন আব্রাহাম কিন্তু স্পষ্ট করে দিয়েছেন—তিনি শুধু বড় ফ্র্যাঞ্চাইজিতে থাকতে চান না, যদি না গল্পটা তাঁকে  উত্তেজিত করে। আর জিমের গল্প যেন তাঁর হৃদয়ের কাছাকাছি কিছু!

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স এবার সত্যিই রূপ নিচ্ছে এক বিস্তৃত মহাবিশ্বে। পাঠানের দুনিয়ায় এবার ফিরে দেখা হবে, কীভাবে একজন শ্রেষ্ঠ এজেন্ট হয়ে উঠল পাঠানের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু! জন আব্রাহামের কামব্যাকে বোধহয় এবার হিরো-ভিলেনের সংজ্ঞাও পাল্টে যেতে চলেছে।