সংবাদসংস্থা মুম্বই: দর্শকের পছন্দের তালিকায় এখন শুধু রহস্য। রহস্যে ঘেরা ছবিই যেন মূল আকর্ষণ। নতুন বছরে টানটান উত্তেজনাপূর্ন ছবি উপহার দিতে চলেছেন বলি অভিনেতা জন আব্রাহাম। দর্শক বরাবরই তাঁকে অ্যাকশন অবতারে দেখতে পছন্দ করেন। সেই চাহিদাই পূরণ করতে চলেছেন অভিনেতা।
 
 'মাদ্রাস ক্যাফে','পরমাণু', 'বাটলা হাউস'-এর পর থ্রিলার ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিতে চলেছেন জন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রখ্যাত পুলিশ অফিসার রাকেশ মারিয়ার বায়োপিকে দেখা যেতে চলেছে অভিনেতাকে। ১৯৯৩ সালে মুম্বইয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ মামলার তদন্তে  গুরুত্বপূর্ন ভূমিকায় ছিলেন তিনি। 
মুম্বইয়ে জাভেরি বাজার বিস্ফরণে, আতঙ্কবাদীকে গ্রেপ্তার করার পিছনে রাকেশ মারিয়ার অবদান ছিল অনস্বীকার্য। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনেই আসছে এই ছবি। যদিও এখন একেবারেই প্রাথমিক পর্যায় রয়েছে ছবির কাজ। কিন্তু পর্দায় পুলিশ অফিসারের চরিত্রটি ফুটিয়ে তুলতে দারুণ আগ্রহী জন আব্রাহাম। ছবির নাম বা পরিচালনার দায়িত্বে কে রয়েছেন তা এখনই জানা যায়নি। তবে মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরুতেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি।
