সংবাদ সংস্থা মুম্বই: প্রযোজক হিসাবে বরাবরই নিজের ছবিতে নতুন মুখদের সুযোগ দিয়ে এসেছেন জন আব্রাহাম। অভিনেতা হিসাবেও নতুন মুখের বিপরীতে পর্দায় দেখা গিয়েছে তাঁকে।  সম্প্রতি, এক সাক্ষাৎকারে  নতুন মুখদের নিয়ে কাজ করার কথার অভিজ্ঞতা এবং ভাবনা তিনি ভাগ করে নিলেন জন। তবে তাঁর কথার মধ্যে ধরা পড়েছে নতুনদের নিয়ে খোঁচা, খানিক ব্যঙ্গ-ও।  প্রযোজক হিসাবে আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতমের সঙ্গে  ভিকি ডোনার -এ যেমন ক্যা করেছেন জন তেমন  অভিনেতা হিসাবে শর্বরী (বেদা) এবং সাদিয়া খতীব-এর সঙ্গেও (দ্য ডিপ্লোম্যাট) ছবিতে কাজ করেছেন তিনি। 


জনের কথায়, “নতুনরা সাধারণত ঢাকঢোল না পিটিয়েই হাজির যা সেটে, মানে তাদের নিয়ে কাজ করা অনেক সহজ। সেক্ষেত্রে সে বলিপাড়ার অন্দরের পরিবারের বাসিন্দা  নাকি বাইরে থেকে এসেছে, সে বিষয়ে আমি মাথায় ঘামাই না।  যাদের চরিত্রের সঙ্গে মানানসই হবে তাদেরকেই সেই ছবির জন্য আমার ঠিকঠাক লাগে। ব্যস!  আর হ্যাঁ, আমি এটাও মনে করি, আমার প্রযোজিত ছবির পরিচালকের কথাই চূড়ান্ত, আমি কখনওই তর্ক করি না।”

 

কিন্তু আজকাল নতুন অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার বিষয়ে বেশ কিছু আধুনিক সমস্যার মুখোমুখি হচ্ছেন— বেশ কিছু নতুন মুখদের বিশাল ঢক্কানিনাদ! এবং এ বিষয়ে তিনি একটু মজা করতে গিয়ে জন বলেন, “কী বলব, কেউ যদি নিজের সঙ্গে ১৪ জনকে নিয়ে আসেন—একজন পাবলিসিস্ট, একজন এজেন্ট, একজন মিডিয়া ম্যানেজার, আর নিজের চিত্রনাট্যকারও আনেন, তখন মনে হয় যেন একেবারে ফুটবল টিম নিয়ে আসছে! আমার তো এমনিতেই একটা পেশাদার ফুটবল টিম আছে! জানি, সেটার পিছনে কত খরচ! কিন্তু আরেকটা ফুটবল টিম আমি চাইনা।”

 

এছাড়াও, সাদামাটা এবং শৃঙ্খলাবদ্ধ কাজের পরিবেশকে অত্যন্ত গুরুত্ব দেন জন। “আমি সিধা মানুষ, সেরকম পরিবেশেই কাজ করি, শুটিং সারি।  আমার সহকর্মীরা যেন সেটা মেনে চলে, এটুকুই আশা থাকে আমার। যখন আমি প্রযোজক, তখন এটাই থাকে আমার একমাত্র অনুরোধ। আর যদি আমি অন্য কারও প্রজেক্টে অভিনয় করি, তখন সেই জায়গা কেমন হবে সেটা সেই প্রযোজকের সিদ্ধান্ত,” বলেন তিনি।

 

জনের আরও সংযোজন - সাফল্য পাওয়ার পরমুহূর্তেই যখন নতুনরা নিজেদের পরিবর্তন করতে শুরু করে, তখন আর তাদের নিয়ে আগ্রহ তেমন থাকে না। একটি বা দুটি ফিল্মের পর, যখন জনপ্রিয়তা আসে, তখন অনেকেই নিজেকে বিরাট কিছু ভাবে, মনে করে। ব্যস, আমারও তাদের প্রতি আগ্রহ ফুরিয়ে যায়। তখন ফের আমি নতুন মুখ খুঁজতে শুরু করি,” তিনি হাসতে হাসতে বললেন, যা তাঁর নয়া প্রতিভার প্রতি ভালবাসা এবং নতুনদের প্রতি বিশ্বস্ততা স্পষ্ট করে বুঝিয়ে দেয়।