২০১১ সালে নিশিকান্ত কামতের পরিচালনায় ফোর্স ছবিতে প্রথমবার ‘এ সি পি যশবর্ধন সিং’-এর চরিত্রে হাজির হয়েছিলেন জন আব্রাহাম। পুলিশ অফিসারের কঠিন, নির্ভীক অথচ আবেগী সেই চরিত্র দর্শকের মনে গেঁথে গিয়েছিল চিরকালের মতো। ছবিটি বক্স অফিসে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। পরে ২০১৬ সালে ‘ফোর্স ২’-তে সোনাক্ষী সিনহার সঙ্গে ফের একবার বন্দুক হাতে রূপালি পর্দায় ফিরেছিলেন জন। এবার দীর্ঘ সাত বছর পর ফের এক দারুণ খবর—ফ্র্যাঞ্চাইজির অধিকার কিনে নিয়ে ‘ফোর্স ৩’ বানাতে চলেছেন স্বয়ং জন আব্রাহাম নিজেই।
 
 সূত্র মারফত খবর, ইতিমধ্যেই ছবির পরিচালনার দায়িত্ব দিয়েছেন ভাভ ধুলিয়াকে। যিনি ডিজিটাল জগতে ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ আর ‘দ্য ফ্রিল্যান্সার’-এর মতো কাজের জন্য পরিচিত। এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, “জন আব্রাহাম ফোর্স ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে রিবুট করছেন। তিনি মনে করেন ‘এ সি পি যশবর্ধন সিং’ শুধু একটা চরিত্র নয়, বরং তাঁর কেরিয়ারের অন্যতম শক্তিশালী আইকন। সেই ভাবনা থেকেই ছবির খসড়া তৈরি করেছেন এবং ভাভকে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন।” ভাভ ধুলিয়া নাকি নিজের টাচও যোগ করেছেন চিত্রনাট্যে। ফলে ‘ফোর্স ৩’ হতে চলেছে জনের টানটান অ্যাকশন স্টাইল আর ভাভের টানটান গল্প বলার এক অদ্ভুত মেলবন্ধন।
 
 এই ছবিতে জন থাকছেন আগের মতোই অদম্য পুলিশ অফিসার হিসেবে। তবে এর সঙ্গে থাকবে এক নতুন চমক। সূত্রের দাবি, মেকাররা এমন একজন শক্তিশালী অভিনেতাকে কাস্ট করতে চাইছেন, যিনি হবেন ছবির নেগেটিভ চরিত্র। উদ্দেশ্য পরিষ্কার—‘ফোর্স’-এ জন বনাম বিদ্যুৎ জামওয়ালের মতো এক গ্র্যান্ড অ্যাকশন শোডাউন তৈরি করা। দর্শকের কাছে এই দ্বন্দ্বই হবে ছবির আসল আকর্ষণ।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর শেষের দিকে ক্যামেরার সামনে আসবে ‘ফোর্স ৩’-এর শুটিং। মুক্তির পরিকল্পনা ২০২৬-এই। এর মধ্যেই জন ব্যস্ত রয়েছেন আরেক বড় ছবিতে—রাকেশ মারিয়ার বায়োপিক। যা বড় পর্দায় আসবে ২০২৬-এর প্রথমার্ধে। সেই ছবির শুটিং শেষ করেই ‘ফোর্স ৩’-এর জন্য কোমর বাঁধবেন জন।
অ্যাকশন হিরো জন আব্রাহামের কেরিয়ারে ফোর্স সিরিজের গুরুত্ব অপরিসীম। এবার তিনি নিজেই হাতে তুলে নিলেন ফ্র্যাঞ্চাইজির রাশ, তাই প্রত্যাশা আরও আকাশছোঁয়া। ‘ফোর্স ৩’ যে নিছক আরেকটি অ্যাকশন সিনেমা নয়, বরং জনের ব্যক্তিগত স্বপ্নের প্রকল্প—তা বলাই বাহুল্য। নতুন খলনায়ক, নতুন পরিচালনা, আর পুরোনো চরিত্র যশবর্ধন সিং—সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত টক্কর।
