সংবাদ সংস্থা মুম্বই: ওটিটি প্ল্যাটফর্মে যখন একের পর এক বলিউড সেলিব্রিটি ঝাঁপাচ্ছেন, তখন সেই দলে কিন্তু এখনও নেই জন আব্রাহাম।  কেন? "আমার মনে হয় আমি বড়পর্দার জন্যই তৈরি” —এক সাক্ষাৎকারে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন 'ধুম' খ্যাত এই অভিনেতা।

 

জন জানান, ওটিটি-তে কাজ করতে গেলে চাই বড়সড় অপারেশনাল টিম, প্রচুর রিসোর্স অথচ বেশিরভাগ সময়েই নির্মাতারা নিজেদের প্রজেক্টের ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) নিজের কাছে রাখতে পারেন না। অভিনেতার কথায়, “এর রেভিনিউ যত না আসে, অপারেশন খরচে তার চেয়ে বেশি বেরিয়ে যায়। যার ফলে লাভ খুবই সীমিত।” তিনি আরও যোগ করেন, ওটিটিতে যুক্ত অনেকেই এই বাস্তবতা মানেন, আর সেই কারণেই তিনি এই মুহূর্তে ওয়েব সিরিজে কাজ করা ‘বাস্তবসম্মত’ মনে করছেন না।

 

তবে একেবারেই যে ওটিটিকে না বলছেন জন—তা নয়। তিনি স্পষ্ট করে জানান, যদি কোনও গল্প তাঁর মন ছুঁয়ে যায়, তবে প্রযোজক হিসেবে ওয়েবে কিছু তৈরি করতেও আগ্রহী হবেন। কিন্তু সেটা হবে ব্যবসার চোখে নয়, বরং একটা ভাল গল্প বলার তাগিদ থেকেই।

 

অভিনেতা হিসেবে কি তিনি ওয়েব ফিল্ম বা সিরিজ করবেন না? জন জানালেন, এখনই সেই ইচ্ছে নেই। ওটিটি প্ল্যাটফর্মের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে, বিশেষত ‘পাতাল লোক’-এর মতো কিছু কাজ এবং আন্তর্জাতিক কনটেন্ট দেখে তিনি মুগ্ধ। তবুও তিনি বিশ্বাস করেন, তাঁর জায়গা বড়পর্দাতেই।

 


কাজের দিক থেকে জন আব্রাহাম এখন ব্যস্ত তার আসন্ন থ্রিলার প্রোজেক্ট নিয়ে, যেখানে তিনি রোহিত শেট্টির সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন। প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি । ১৯৯৩ সালের বম্বে ব্লাস্ট, ২৬/১১ মুম্বই হামলা এবং আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে লড়াই—এই সবকিছুরই নাটকীয় দলিল থাকছে এই ছবিতে। জনের মতে, এই গল্পটা শুধু ছবি নয়, একটা জরুরি ঐতিহাসিক দলিলও।