নিজস্ব সংবাদদাতা: ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় 'গৃহপ্রবেশ' ছবিতে প্রথমবার দর্শক দেখতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিতু কমলের জুটিকে। তবে এই ছবিতে জিতু কমলের পরিবর্তে অভিনয় করার কথা ছিল এক জনপ্রিয় অভিনেতার? জানেন তিনি কে? কার পরিবর্তে এই ছবিতে জায়গা করে নিলেন অভিনেতা জিতু কমল?

 

 

 

সম্প্রতি মুক্তি পেয়েছে 'গৃহপ্রবেশ'-এর ট্রেলার। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতেই তৈরি হয়েছে এই ছবি। সেই কারণে ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চরিত্রের নাম 'তিতলি'। ঋতুপর্ণ ঘোষ নিজের ছবিতে যে আঙ্গিকে গল্প বলতেন, তার ছোঁয়া এই ছবিতে পাবেন দর্শক। তবে প্রথম থেকে জিতুর চরিত্রে অভিনয় করার কথা ছিল যিশু সেনগুপ্তর। 

 

 

 

তবে বিশেষ কিছু কারণেএই ছবি করা হয়ে ওঠেনি তাঁর। এরপরই এই চরিত্রের জন্য নির্বাচন করা হয় জিতু কমলকে। 'মেঘদূত'-এর চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এই ছবিতে অভিনয় করতে না পারলেও যিশু সেনগুপ্ত এই ট্রেলার দেখে অভিভূত। এমনকী এই চরিত্রে যে জিতুকে দারুণ মানিয়েছে, সেই কথাও জানিয়েছেন তিনি। 

 

 

 

এই মুহূর্তে টলিউডে একাধিক কাজ করতে পারছেন না যিশু সেনগুপ্ত। তার কারণ অবশ্যই মুম্বইতেও একাধিক কাজ থাকা। মুম্বই এবং কলকাতা যাতায়াত করেই সময় কাটাচ্ছেন অভিনেতা। ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই যিশু সেনগুপ্তর কেরিয়ারে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। সেই কথা সব সময় স্বীকার যিশু নিজেই। তাই এই ছবিতে ইচ্ছে থাকলেও কাজ করতে না পারায় মন খারাপ তাঁর।