অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে ফিরছেন আর্য সিংহ রায়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে দেখা যেতে চলেছে জিতু কমলকে। যদিও শোনা যায়, অভিনেতা নিজেই এই ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। অবশেষে হল যাবতীয় জল্পনার অবসান।
সূত্রের খবর, বিতর্কের মাঝে এই চরিত্রে অন্য অভিনেতাদের ভাবা হলেও কেউই রাজি হননি। তবে শুধু এই কারণে নয়, দর্শকদের ভালবাসার জোরে আবার নিজের জায়গায় স্বমহিমায় ফিরলেন জিতু কমল। শোনা যাচ্ছে, এক্ষেত্রে চ্যানেলের সিদ্ধান্তই ছিল সর্বোপরি। এই চরিত্রে যে জিতুকে আবার দেখা যাবে তা ভাবতে পারেননি অনেকেই। এসভিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে মিটিংয়ের পরও সেইভাবে কোনও সদুত্তর মেলেনি। এমনকী জিতু মিটিং থেকে বেরিয়ে আসেন বলেও জানা যায়।
এরপর অভিনেতার নানা সামাজিক পোস্ট দেখে আরও জল্পনা বাড়তে থাকে। অনেকেই মনে করেন, এই ধারাবাহিক থেকে হয়েতো সরে আসছেন তিনি। এমনকী সত্যিই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন জিতু! তবে দর্শকদের ভালবাসা এবং অবশ্যই চ্যানেল ও প্রযোজনা সংস্থার বোঝাপড়ার মাধ্যমে আবার নিজের জায়গাতে ফিরে গেলেন অভিনেতা। সামাজিক মাধ্যমে তিনি নিজে এই কথা জানিয়েছেন।
যদিও এই ক'দিন এবিষয়ে কোনও কথাই বলেননি নায়ক। জিতুর ধারবাহিক ছেড়ে দেওয়ার কথা জানার পরই সামাজিক মাধ্যমে প্রায় ঝড় ওঠে। অভিনেতাকে ফিরিয়ে আনার পোস্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া। এমনকী জি বাংলাকে বয়কট করার কথাও বলেন অনেকে। দর্শকদের কথা মাথায় রেখেই চ্যানেলের এই সিদ্ধান্ত। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা।
সমাজ মাধ্যমে জিতু লিখেছেন, '২০০৮ থেকে আমি ক্যামেরার সামনে কাজ শুরু করি।২০০৮ থেকে আজ ২০২৫ এর শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুক প্রতিষ্ঠা পেয়েছি তার ৮০% ক্রেডিট আমাদের টেকনিশিয়ান দাদা-বন্ধুদের। বাড়িয়ে বলছি না বা বিনয় দেখাচ্ছি না।সেটা আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞেস করুন। বিশেষত, টিভির কাজে কোনও কোনও চরিত্র ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নেয় আর সেখানে মহিলা চরিত্র-এর সংখ্যাই বেশি। কিছু কিছু ব্যতিক্রম পুরুষ চরিত্র তৈরি হয় যেমন-সাধক বামাক্ষ্যাপা, অরণ্য সিংহ রায়,মল্লার সেন ইত্যাদি। তেমনই,জি বাংলা এবং এস ভি এফ এর প্রযোজনায় এবং অমিত সেনগুপ্তর পরিচালনায় ”আর্য সিংহ রয়” এই চরিত্রটি বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এর পুরো ক্রেডিট তো লেখক, প্রযোজক,পরিচালকের আর সর্বোপরি আমার ভগবান দর্শক এর। যাইহোক ভনিতা না করে বলি, শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও ”চিরদিনই তুমি যে আমার” প্রজেক্টটিতে জয়েন করতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একইভাবে আবারসুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করবো বলে প্রতিশ্রুতি বদ্ধ হলাম। হ্যাঁ আমি আবার কল টাইম পেয়েছি।'
জিতুর অনুরাগীরা অনেকেই বলছেন, 'এ যেন তাদের ভালবাসার জয়।' এই ঘটনা সত্যিই বিরল যেখানে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার পরও আবার সেই চরিত্রে ফিরলেন অভিনেতা। তবে কি এবার আর্য-অপু-র দূরত্ব দেখিয়ে শেষ করে দেওয়া হবে ধারাবাহিক? নাকি আবার কাছাকাছি আসবে নায়ক-নায়িকা? সেটাই এখন দেখার।
