সম্প্রতি শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল। 'এরাও মানুষ' ছবির সেটে অজ্ঞান হয়ে যান অভিনেতা। তড়িঘড়ি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সদ্যই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন। আর তারপরই একটি আপডেট ভাগ করে নিলেন সকলের সঙ্গে। 

এদিন জিতু কামাল ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি কোনও রিসর্টের সুইমিং পুলে ডুব দিচ্ছেন। উঠেই সূর্য প্রণাম করতে দেখা যায়। করেন জলকেলিও। সঙ্গে নেপথ্যে বাজতে শোনা যায় 'দিওয়ার' ছবি থেকে অমিতাভ বচ্চনের সেই আইকনিক সংলাপ, 'তুম লোগ মুঝে ধুন্ড রহে হো, অর ম্যায় তুমহারা ইয়াহা ইন্তেজার কর রহা হুঁ।' তারপরই 'কভি খুশি কভি গম' ছবির 'সুরজ হুয়া মধ্যম' গানটি নেপথ্যে বেজে ওঠে। এই ভিডিও ভাগ করে জিতু লেখেন, 'ইচ্ছে, অরা, সততা এবং দর্শকদের প্রার্থনা, সব মিলিয়ে জিতু কামাল।' বলাই বাহুল্য এটা অভিনেতার বর্তমান সময়ের ভিডিও নয়। তবে তিনি অসুস্থ হওয়ার পর তাঁর অনুরাগীরা যেভাবে তাঁর সুস্থতা কামনা করেছেন সেটার জন্য এই থ্যাংকস গিভিং পোস্ট করেছেন। 

অভিনেতার এই পোস্টে তাঁর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।  কেউ আবার সাবধানে থাকার বার্তাও দিয়েছেন।  প্রসঙ্গত, কিছুদিন আগে হাসপাতালের বিছানায় শুয়েই একটি পোস্ট করেছিলেন অভিনেতা। সেখানে তিনি জানান, 'হাসপাতালের বেডে শুয়ে হাতে রিভেন অথবা দুঃখী মুখ করে আমি শীঘ্রই ফিরে আসব এই সহানুভূতিশীল ক্যাপশনগুলো দেওয়ার বা ছবি তোলার কখনই আমি পক্ষপাতিত্ব করি না। যারা করেন তাদের বিরুদ্ধাচারণও করিও না। দেখুন গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া মানেই গাড়ি খারাপ হয়ে গেছে এমন নয়,অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই গাড়ি সার্ভিস সেন্টারে গেছে,এমনও নয়। মানব শরীরও তো একটা যন্ত্র।  যন্ত্র তো মাঝে মাঝে খারাপ হবেই, অথবা বিকল হবে। তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। হাসপাতালে এসেছি আবার ফিরে যাব। এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি, সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি,আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দু'টো নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম।  সেটা আমার দোষ।'

প্রসঙ্গত, তিনি ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় 'এরাও মানুষ' নামক ছবির শ্যুটিং করছিলেন। আর সেই ছবির সেটেই অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। তারপর তড়িঘড়ি তাঁকে কলকাতা নিয়ে আসা হয়। ভর্তি করানো হয় বাই পাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সূত্র মারফত আজকাল ডট ইন জানতে পারে, শুট করতে করতেই অজ্ঞান হয়ে যান জিতু। হঠাৎ করেই তাঁর বুকে ব্যথা হতে থাকে। কাঁপুনি দিয়ে জ্বরও এসেছিল বলেই জানা গিয়েছে। 

জিতু কামালকে আগামীতে 'এরাও মানুষ' ছবিতে দেখা যাবে। এখানে অভিনেতার সঙ্গে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তাঁরা দুজনে এর আগে 'বাবুসোনা', 'আমি আমার মতো', ইত্যাদি ছবিতে জুটি বেঁধেছেন। চলতি বছরে জিতু কমলের 'গৃহপ্রবেশ' ছবিটি দর্শকদের থেকে বেশ ভাল সাড়া পেয়েছিল। সেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বহু বছর পর ছোটপর্দায় কামব্যাক করেও তাক লাগাচ্ছেন অভিনেতা। টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করছে 'চিরদিনই তুমি যে আমার'। তাঁর এবং দিতিপ্রিয়া রায়ের অনস্ক্রিন রসায়ন পছন্দ হয়েছে দর্শকদের।