মাস কয়েক আগে, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় সমাজমাধ্যমে অভিযোগ আনেন তাঁর সহ-অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে। চুপ থাকেননি জিতুও। তিনি সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন। পরবর্তীতে দু'জনের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেটা মিটে যায়। কাট টু, ফের টলিউডের অন্দরের গুঞ্জন 'চিরদিনই তুমি যে আমার' নাকি শেষ হতে চলেছে। কারণ হিসেবে জানা যাচ্ছে অভিনেত্রীর নাকি কাজ করতে চাইছেন না। শট দিতে রাজি নন তিনি জিতুর সঙ্গে। আর এমন আবহে এদিন ইঙ্গিতবহ বার্তা পোস্ট করলেন জিতু।
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে জিতু কারও নাম না করে, একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টের মর্মাথ, "এতটা ভাল হও যাতে প্রয়োজনে কাউকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু এতটা বোকা হয়ও না, যে আবার তাঁদের বিশ্বাস করো।"

প্রসঙ্গত, সম্প্রতি 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হওয়ায় জিতু নিজেই একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, 'হ্যাঁ,আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন। আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করছি, তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে। এইসব অভিযোগগুলি তুলেছেন। প্রোডাকশন মারফত আমি এই সব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের দু-তিনজন(এই সিরিয়ালটি সৃজনেরশীলতার দায়িত্বে রয়েছেন)এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে দিতেও পারেন। (ওপরের সবকটা অভিযোগই কিন্তু মৌখিক ভাবে আমাকে জানানো হয়েছে)। এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি, আমার কি কোন আত্মসম্মান নেই?? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারুর প্রতি বিশেষ কোনও অভিযোগ নেই।’ (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জিতু কামাল। 'এরাও মানুষ' ছবির সেটে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। সেই ঘটনার পর হাসপাতাল থেকে ফিরে পুনরায় কাজে যোগ দেন। তার মধ্যেই এই ঘটনা। যদিও সেই সময় দিতিপ্রিয়া রায় তাঁর সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। কিন্তু তারপর কী এমন ঘটল যে এই গুঞ্জন ছড়াচ্ছে সেটা স্পষ্ট নয়। তবে আজকাল ডট ইন এর তরফে জিতুর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, 'কোনও রকমের কোন অনভিপ্রেত ঘটনা ঘটলে আমি সংবাদমাধ্যমকে একটু এড়িয়ে যাই,আমাকে ক্ষমা করুন। আমি চাই না ঘরের খবর বাইরে দিতে তবুও নিজের রক্ষার্থে যতটুকু করার আমি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় করব।' অন্যদিকে দিতিপ্রিয়া অধরা ছিলেন ফোনে।
