ছোটপর্দায় 'আর্য' এবং 'অপর্ণা'র গল্পে যা ঘটছে তার থেকে অনেক বেশি চমকপ্রদ অফস্ক্রিনে দুই অভিনেতার মধ্যে যা ঘটছে, সেই ঘটনাক্রম। জিতু কামালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে আপত্তি দিতিপ্রিয়া রায়ের। নায়িকা কিছু মাস আগেও অভিযোগ এনেছিলেন নায়কের বিরুদ্ধে। তখন প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় সমস্যা মিটলেও, সম্প্রতি আবারও জটিলতা তৈরি হয়েছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের সেটে। সোমবার, ১৭ নভেম্বর মিটিং ছিল প্রযোজনা সংস্থা এবং অভিনেতার। তারপরই এদিন মধ্যরাতে ইঙ্গিতবহ বার্তা দিলেন জিতু।
টলি পাড়ার অন্দরের খবর সোমবার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে জট তৈরি হয়েছে, সেটার সমাধান বের করার জন্য মিটিং হয়। শোনা যাচ্ছে, সেই মিটিং থেকে বেরিয়ে গিয়েছেন জিতু। তবে কি 'চিরদিনই তুমি যে আমার' ছেড়ে দিলেন অভিনেতা? কানাঘুষো অনুযায়ী, তেমনটাই ঘটেছে।
এরপর সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতবহ বার্তা ভাগ করে নিলেন অভিনেতা। সেই পোস্টে লেখা, 'মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে।' এটি শেয়ার করে জিতু লেখেন, 'ধন্যবাদ এই সুন্দর অভিজ্ঞতার জন্য। কিন্তু এটা তোমার জয় নয়। বরং এটা তোমার অভিশপ্ত জীবনের শুরু।' কারও নাম না উল্লেখ করলেও, নেটিজেনদের প্রশ্ন তবে, কি তিনি এটা দিতিপ্রিয়া রায়কে ইঙ্গিত করেই লিখলেন?

এর আগেও একাধিকবার ধারাবাহিকের সেটে অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। কিন্তু তার জন্য অভিনেতা, বা অভিনেত্রী উল্টো দিকের মানুষটার সঙ্গে শট দিতে চাননি বা ধারাবাহিক বন্ধ করে দেওয়ার উপক্রম ঘটেছে, এই ঘটনা নজিরবিহীন বলা চলে। তবে টলি পাড়ার অন্দরের খবরের অনুযায়ী যদি জিতু সত্যিই এই ধারাবাহিক ছেড়ে দিয়ে থাকেন তবে কি মুখ বদলাবে আর্যর? নাকি বন্ধই হয়ে যাবে 'চিরদিনই তুমি যে আমার'?
প্রসঙ্গত, যবে থেকে নতুন করে জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে ঝামেলার কথা প্রকাশ্যে এসেছে, তবে থেকে এই ধারাবাহিকের দর্শকরা তো বটেই, নায়কের অনুরাগীরা স্পষ্ট করেছেন যে আর্যর ভূমিকায় তাঁরা আর অন্য কাউকে মেনে নেবেন না। অন্যদিকে জি বাংলায় পল্লবী শর্মার 'তারে ধরি ধরি মনে করি' এবং একদমই নতুন জুটির 'বেশ করেছি প্রেম করেছি' আসছে। সেখানে দাঁড়িয়ে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর থাকবে সকলের। টিআরপি তালিকায় বর্তমানে সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে এই বিতর্কিত মেগা।
