নিজস্ব সংবাদদাতা: একসময়ের পুজোর গান মানেই বাংলার শিল্পীদের কন্ঠে আগমনীর নতুন গান। এই তালিকায় অন্যতম টলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের গান থাকতই। তিনি শুধুমাত্র সঙ্গীত পরিচালকই নন, অনুরাগীদের প্রিয় গায়কও বটে। টলিউডের গণ্ডী পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছেন বলিউডেও। বলা ভাল গোটা বিশ্বের দরবারে রাজ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। 

 

 

টলিউডে জিৎ গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় 'প্রেমী' ছবির মাধ্যমে। এই ছবির প্রত্যেকটি গানেই সুর দিয়েছেন তিনি। 'মনে রেখো আমার এ গান' গিয়ে তাঁর বাংলা গানে সুর দেওয়ার যাত্রা শুরু। 

 

২০০৪ সাল থেকে বাংলা ছবির জগতে কার্যত রাজত্ব করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সৃষ্টি করা সুরে গলা দিয়েছেন, টলিউড থেকে বলিউডের নানা সঙ্গীতশিল্পী। তাঁর সৃষ্টি করা সুরে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে বাংলা থেকে হিন্দি ছবির প্রায় বিখ্যাত তারকাকে। 

 

 

কিন্তু সময়ের সঙ্গে হারিয়েছে পুজোর গানের রেশ। বাঙালিকে আবারও দুর্গা পুজোর পুরনো স্বাদ ফিরিয়ে দিতে জিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে এসেছেন তাঁর পুজোর গান। চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের লেখায় জিৎ গঙ্গোপাধ্যায়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে 'ঝিঙ্কুনাকুর দুগ্গা ঠাকুর'। গানে সুর দিয়েছেন জিৎ এবং তাঁর সঙ্গে গেয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজন। 

 

 

অরুনিতা আর পবনদীপের প্রেম এখন কারওর অজানা নয়। এই বাংলা গানে পাঞ্জাবি পরে অরুনিতার সঙ্গে সুর মেলাতে দেখা গেল পবনকে। তাঁর স্পষ্ট বাংলা উচ্চারণ শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক, শ্রোতারা। ওই গানের মন্তব্যে অনেকে লিখেছেন, "কলকাতার জামাই হওয়ার প্রস্তুতির পাশাপাশি পবনের বাংলা উচ্চারণও দারুণ ভাল হয়েছে।", কেউ লিখেছেন, "আবারও পুরনো ছন্দে ফেরার জন্য ধন্যবাদ জিৎ গঙ্গোপাধ্যায়। আশাকরি পুজো প্যান্ডেলে বাজবে এই গান।" আবার কারওর কথায়, "পছন্দের জুটির গানে জিৎদার ম্যাজিক, মন ভরে গেল।"