প্রবীণ অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন সম্প্রতি তাঁর পার্লামেন্টের অভিজ্ঞতা নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, সংসদের ভেতরে মাত্রাতিরিক্ত চিৎকার-চেঁচামেচি শুনতে শুনতে তিনি তাঁর শ্রবণশক্তি হারিয়েছেন। মুম্বই সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতার সময় তিনি এই ব্যক্তিগত সমস্যার কথা প্রকাশ করেন।

 


জয়া বচ্চন জানান, সংসদের অধিবেশনে বহু বছর ধরে ক্রমাগত যে উচ্চস্বরে চিৎকার ও হট্টগোল চলে, তার ফলেই তাঁর এই শারীরিক সমস্যা দেখা দিয়েছে। রসিকতা করে তিনি এও বলেন যে, তিনি খুশি যে, এই সব শুনে শুনে অন্তত 'মাথাটা খারাপ হয়নি'।

 


দীর্ঘদিন ধরে রাজ্যসভার সাংসদ হিসেবে জয়া বচ্চন প্রায়শই সংসদের ভেতরে বিতর্কে ও উত্তপ্ত পরিস্থিতিতে তাঁর কঠোর মনোভাবের জন্য শিরোনামে এসেছেন। তাঁর এই মন্তব্য সংসদের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতির একটি রূঢ় চিত্র তুলে ধরল।

 


একই আলাপচারিতায় তিনি কেন তাঁর সফল কেরিয়ারের মাঝখানে অভিনয় ছেড়ে দিয়েছিলেন, সেই কারণও ব্যাখ্যা করেন। তাঁর মেয়ে শ্বেতা বচ্চন তাঁর মেকআপ করতে দেখে একবার নিষ্পাপভাবে প্রশ্ন করেছিল, "তুমি যেও না, বাবা যাক।" এই কথাটি তাঁকে গভীরভাবে নাড়া দেয়। তিনি অনুভব করেন যে, এটি তাঁর কেরিয়ার থেকে সরে আসার সঠিক সময়।

 


তিনি আরও বলেন, এক ধরনের চরিত্রে অভিনয় করতে করতেও তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। 'গুড্ডি', 'উপহার' বা 'অভিমান'-এর মতো গতে বাঁধা চরিত্রে তাঁর আর আগ্রহ ছিল না। একজন মা এবং স্ত্রী হিসেবে নিজের নতুন ভূমিকা তাঁকে অভিনয়ে ফিরে আসার চেয়ে বেশি আকর্ষণ করেছিল। তবে, শ্বেতার বিয়ের পর তিনি এক একাকীত্ব অনুভব করেন এবং সেই সময় গোবিন্দ নিহালানির 'হাজার চৌরাসি কী মা' ছবিতে অভিনয়ের সুযোগ পেলে তিনি তা গ্রহণ করেন এবং চলচ্চিত্র জগতে ফেরেন।

 


জয়া বচ্চন মানেই যেন স্পষ্ট কথা, স্পষ্ট ভাবে। কার, কেমন, কী লাগল তাতে তাঁর কিছুই যায় আসে না। তিনি যেটা মনে করেন, অত্যন্ত সুস্পষ্ট ভাবে সেটা বলে দেন। বলিউড থেকে শুরু করে চিত্রসংবাদিক, রাজনীতি, কাউকেই বাদ দেন না। সম্প্রতি তিনি একটি ইভেন্টে এসেছিলেন, সেখানেই তিনি কথা বললেন তাঁর নাতনি নভ্যা নভেলি নন্দার বিয়ের বিষয়ে। জানালেন, তিনি চান না শ্বেতা বচ্চনের মেয়ের বিয়ে হোক। কিন্তু কেন? 

 

 

এই কথপোকথনে জয়া বলেছিলেন, তিনি চান না তাঁর নাতনি নভ্যা নভেলি নন্দার বিয়ে হোক। যদিও আর মাত্র কদিন পরেই ২৮-এ পা দেবেন বিগ বির নাতনি। কিন্তু দিদিমা হিসেবে কেন চান না তিনি যে নভ্যা বিয়ে করুন? কারণ ব্যাখ্যা করে জয়া জানান তাঁর মতে বিয়ে একটি ব্যাকডেটেড প্রতিষ্ঠান। বর্তমান সময়ে আর এর গুরুত্ব নেই। জীবন, সময়, জিনিসপত্র, সবই অনেক বদলে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দারুণ স্মার্ট হয়ে গিয়েছে। শুধু এতটুকুই নয়। জয়া বচ্চন জানান, বিয়ে, সামাজিক বা আইনি স্বীকৃতি কোনও সম্পর্ককে ব্যাখ্যা করতে করে না। জয়ার কথায়, "ওটা (বিয়ে) দিল্লি কা লাড্ডু। খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে।"