টেলিভিশনের জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি ও মাহি বিজকে একসময় দর্শকরা খুব ভালবাসতেন। তবে বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, তাঁরা আলাদা থাকছেন এবং সম্পর্কে ফাটল ধরেছে। এতদিন এই বিষয়ে দু’জনেই চুপ ছিলেন। এবার সেই জল্পনার অবসান ঘটালেন জয় নিজেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি দিয়ে জয় জানান, তিনি ও মাহি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরেও তাঁরা একসঙ্গে তাঁদের সন্তানদের দেখভাল করবেন। পাশাপাশি, এই কঠিন সময়ে সকলের কাছে ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধও করেছেন তিনি।
জয়ের কথায়, ‘আজ আমরা জীবনের পথে আলাদা হয়ে এগনোর সিদ্ধান্ত নিয়েছি। তবুও আমরা একে অপরের পাশে থাকব। শান্তি, ভালবাসা ও মানবিকতা, এই বিষয়গুলোই আমাদের কাছে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সন্তানরাই তাঁদের কাছে সবার আগে। তিনি আরও লেখেন, ‘আমাদের সন্তান তারা, খুশি ও রাজবীরের জন্য আমরা সেরা বাবা-মা হওয়ার চেষ্টা করব। ওদের ভাল ভবিষ্যতের জন্য যা দরকার, আমরা একসঙ্গে সেটাই করব।’
বিবৃতিতে জয় স্পষ্ট করে জানান, এই বিচ্ছেদের পিছনে কোনও ঝগড়া বা তিক্ততা নেই। তাঁর কথায়, ‘আমরা আলাদা পথে হাঁটলেও এই গল্পে কোনও খারাপ মানুষ নেই। কোনও নেতিবাচক দিকও নেই। আমরা নাটকের বদলে শান্তিকেই বেছে নিয়েছি।’
সবশেষে তিনি বলেন, ‘আমরা একে অপরকে সম্মান করি এবং বন্ধু হিসাবেই থাকব। এই সময় আমাদের সিদ্ধান্তকে সম্মান করে একটু ভালবাসা ও বোঝাপড়া দেখানোর অনুরোধ রইল।’
প্রসঙ্গত, জয় ও মাহির প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর পার্টিতে। পরে আবার দেখা হলে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেম। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়। ২০১৭ সালে তাঁরা তাঁদের গৃহকর্মীর দুই সন্তান রাজবীর ও খুশিকে দত্তক নেন। এরপর ২০১৯ সালে তাঁদের কন্যাসন্তান তারা জন্ম নেয়।
গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। এক সময়ের আনন্দময় পোস্টের জায়গা নেয় নীরবতা। ভক্তরা লক্ষ্য করেন, মাহি এবং জয় আর একে অপরের সঙ্গে কোনো ছবি বা ভিডিও শেয়ার করছেন না। এই পরিবর্তন থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুজব শুরু হয়।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, মাহির জয়ের প্রতি বিশ্বাসঘাতকতার আশঙ্কা থেকেই বিরোধ শুরু হয়। পারস্পরিক ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব শেষ পর্যন্ত তাঁদের সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি করে।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যের পর তাঁদের ডিভোর্স চূড়ান্ত হয়েছে। সেই সময় এই খবর নিয়ে নানা আলোচনা হলেও মাহি ভুল খবর ছড়ানো নিয়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছিলেন।
কাজের দিক থেকে মাহি সম্প্রতি ‘সেহর হোনে কো হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে আবার টেলিভিশনে ফিরেছেন, যা কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে।
