বলিউড এবং টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি ও মাহি বিজের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। শোনা যাচ্ছে, ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন এই জুটি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে জানা গিয়েছে যে তাঁরা কয়েক মাস আগেই—প্রায় জুলাই-আগস্টের দিকেতাদের বিবাহবিচ্ছেদের কাগজপত্রে স্বাক্ষর করেছেন এবং দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারকা-দম্পতির সন্তানদের অভিভাবকত্ব সংক্রান্ত সিদ্ধান্তও ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, মাহির পক্ষ থেকে জয়ের প্রতি ‘বিশ্বাসজনিত সমস্যা’ থেকেই তাঁদের সম্পর্কে অশান্তি শুরু হয়। একসময় যাঁরা একসঙ্গে ভিডিও ব্লগ তৈরি করতেন, এখন তাঁরা আর একসঙ্গে কোনও ছবি বা পোস্ট শেয়ার করেন না। তাঁদের শেষ পারিবারিক ভিডিও পোস্টটি ছিল ২০২৪ সালের জুন মাসে।

বিচ্ছেদ নিয়ে গুজব ছড়ায় আরও জোরালভাবে, যখন ভক্তরা লক্ষ্য করেন যে দু’জনেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে পোস্ট করা বন্ধ করে দিয়েছেন। সর্বশেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল মেয়ে তারার জন্মদিনে, চলতি বছরের আগস্টে, যেখানে ভিডিওগুলোতে তাদের মধ্যে দূরত্ব স্পষ্টভাবে চোখে পড়েছিল।

জুলাই মাসে মাহি নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি কেন আপনাকে বলব? আপনি কি আমার কাকা?” এই মন্তব্যের পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা আরও জোরদার হয়, এবং এখন সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ নিচ্ছে।

টেলিভিশন দুনিয়ায় জয় এবং মাহি এক সময় ছিলেন ‘পারফেক্ট কাপল’-এর প্রতিচ্ছবি। তাঁদের প্রেম, বিয়ে ও পারিবারিক জীবন সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০১১ সালে দীর্ঘদিনের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই জনপ্রিয় জুটি। বিয়ের পর থেকেই তাঁরা একসঙ্গে বিভিন্ন রিয়্যালিটি শো এবং টেলিভিশন ইভেন্টে অংশ নেন, এমনকি তাঁদের অনলাইন উপস্থিতিও ছিল বেশ জোরাল।

জয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’, ‘সুপার ড্যান্সার’-সহ একাধিক রিয়্যালিটি শোয়ের উপস্থাপক হিসাবে তাঁর উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অন্যদিকে মাহি অভিনয় জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন ‘লাগি তুঝসে লাগন’ ও ‘বালিকা বধূ’র মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে। পরবর্তীতে তারা একসঙ্গে অংশ নেন রিয়্যালিটি শো ‘নাচ বালিয়ে ৫’এ, যেখানে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করেছিল।

তাঁদের মেয়ে তাঁরা ভানুশালির জন্মের পর, দু’জনই ইউটিউব ও ইনস্টাগ্রামে পরিবারকেন্দ্রিক কনটেন্ট তৈরি করতে শুরু করেন। তাঁদের ‘ফ্যামিলি ব্লগ’ ভিডিওগুলিতে দাম্পত্য জীবনের সুখ-আনন্দ ও ছোট্ট তারার মিষ্টি মুহূর্তগুলো প্রায়ই উঠে আসত।

তবে গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। এক সময়ের আনন্দময় পোস্টের জায়গা নেয় নীরবতা। ভক্তরা লক্ষ্য করেন, মাহি এবং জয় আর একে অপরের সঙ্গে কোনো ছবি বা ভিডিও শেয়ার করছেন না। এই পরিবর্তন থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুজব শুরু হয়।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, মাহির জয়ের প্রতি বিশ্বাসঘাতকতার আশঙ্কা থেকেই বিরোধ শুরু হয়। পারস্পরিক ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব শেষ পর্যন্ত তাঁদের সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি করে।