আজকাল ওয়েব ডেস্ক: ছবিপ্রেমীদের পাশাপাশি রেসিং প্রেমীদের জন্য সুখবর! ‘টপ গান: ম্যাভেরিক’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি পরিচালিত অ্যাড্রেনালিন ঠাসা স্পোর্টস ড্রামা ‘ এফ ওয়ান’ (F1) বড়পর্দায় মুক্তি পাচ্ছে ২৭ জুন। আর এই ছবির নায়ক ব্র্যাড পিট! তবে শুধুই নায়ক নন—এই ছবিতে তিনি অভিনয় করেছেন, গাড়ি চালিয়েছেন, প্রযোজনাও করেছেন, এবং সব একসঙ্গে! হ্যাঁ, বাস্তবেও রেসিং ট্র্যাকে ১৮০ কিমি/ঘণ্টা বেগে বিখ্যাত এফ ওয়ান (F1) স্পোর্টস কার চালিয়েছেন পিট, একেবারে টম ক্রুজ স্টাইলে।
ছবির গল্প যাকে বলে ব্যাকরণ মিলিয়ে ক্লাসিক – এক অভিজ্ঞ আর এক নবিশ রেসারের বন্ধুত্ব, সংঘাত আর গৌরবের লড়াই। ড্যামসন ইদ্রিস ছবিতে ব্র্যাড পিটের রেসিং পার্টনার। আর এই দুই রেসারের টিমের প্রধানের ভূমিকায় রয়েছেন হাভিয়ের বার্দেম।
সম্প্রতি, ‘দ্য টুনাইট শো’-তে জিমি ফ্যালনের সঙ্গে আড্ডায়, হাভিয়ের জানালেন, “আমাদের একটা ব্রোম্যান্স গড়ে তুলতে হয়েছিল ছবিতে, আর ব্র্যাডের সঙ্গে সেটা করাটা খুব কঠিন ছিল না। ও ভীষণ মিষ্টি আর মজাদার। তবে এই ছবিতেই ওর কাজটা-ই ছিল সবচেয়ে কঠিন — ও একই সঙ্গে গাড়ি চালিয়েছে, অভিনয় করেছে আর ছবি প্রযোজনা করেছে।” স্কাইফল ছবির এই বন্ড-ভিলেন আরও বলেন, “ ব্র্যাড রেসিং ট্র্যাকে ১৮০ কিমি বেগে গাড়ি চালিয়েছে! আর সেটাও যখন ক্যামেরা চলছে, কেমন? তাও সবার খেয়াল রেখেছে, অভিনেতাদের জায়গা দিয়েছে, প্রয়োজনে নিজে পিছনে সরে গিয়েছে।”
‘এফ ওয়ান’ ছবির একটা বড় চমক হল, বিশ্ববিখ্যাত রেসার লুইস হ্যামিল্টন নিজে অন্যতম প্রযোজক এই ছবি, আর ফর্মুলা ওয়ান দুনিয়ার বাস্তব তারকারা – ল্যান্ডো নরিস, ম্যাক্স ভারস্টাপেন, চার্লস লেক্লার্ক, সার্জিও পেরেজ – সবাই এই ছবিতে থাকছেন নিজের ভূমিকাতেই!
