কয়েক দিন আগেই কঙ্গনা রানাউতের সংসদে ‘শাড়ির বদলে স্যুট পরা’ এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা ছবি ভাইরাল হওয়া নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। এহেন আবহেই এবার এআই কারচুপির নয়া টার্গেট বলিউডের বর্ষীয়ান গীতিকার–চিত্রনাট্যকার জাভেদ আখতার! ভুয়ো, এআই দিয়ে তৈরি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দাবি করা হয়েছে জাভেদ আখতার নাকি “ঈশ্বরবিশ্বাসী হয়ে গিয়েছেন!” স্বভাবতই নিজের সম্পর্কে এই অপপ্রচার নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জাভেদ আখতার।
A fake video is in circulation showing my fake computer generated picture with a topi on my head claiming that ultimately I have turned to God . It is rubbish . I am seriously considering to report this to the cyber police and ultimately dragged the person responsible for this…
— Javed Akhtar (@Javedakhtarjadu)Tweet by @Javedakhtarjadu
বরাবরই যে কোনও বিষয়ে নিজের সুচিন্তিত মত স্পষ্ট ভাষায় তুলে ধরেন জাভেদ আখতার। এবার তিনি এক্স-এ প্রকাশ্যে জানান, এই ভিডিও সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর। ভিডিওটিতে নকল কম্পিউটার–জেনারেটেড তাঁর ছবি ব্যবহার করা হয়েছে, মাথায় ফেজ টুপি পরানো হয়েছে এবং দাবি করা হয়েছে তিনি ধর্মবিশ্বাসে ‘ফিরে এসেছেন’। আখতারের কথায়, এটি নিছকই ‘জঘন্য’ ব্যাপার এবং জনমানসে তাঁর ব্যক্তিত্ব ও বিশ্বাসযোগ্যতার উপর আঘাত করার অভিসন্ধিতেই এসব করা হয়েছে।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিষয়টি তিনি হালকাভাবে নিচ্ছেন না। বরং সাইবার পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো এবং দায়ীদের শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন। তাঁর পোস্টে কড়া ভাষায় লেখা, “একটি নকল ভিডিও ছড়ানো হচ্ছে যেখানে আমার মিথ্যে, কম্পিউটারইজড তৈরি ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে আমি নাকি ঈশ্বরের পথে ফিরেছি। এটা সম্পূর্ণ বাজে কথা। আমি সিরিয়াসলি ভাবছি সাইবার পুলিশে অভিযোগ জানাব এবং এই ভুয়ো খবর ছড়ানো ব্যক্তি ও যারা এটি ফরওয়ার্ড করেছে, তাদের আদালতে টেনে নিয়ে যাব, কারণ এতে আমার সুনাম ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে।”
এআই-এর বাড়তে থাকা অপব্যবহার, ভুয়ো ভিডিও ও কৃত্রিম কনটেন্টের মাধ্যমে জনমানসে বিভ্রান্তি, এখনই বড় উদ্বেগের কারণ। বলিউডে কঙ্গনা থেকে শুরু করে এবার জাভেদ আখতার -ক্রমেই পরিষ্কার হচ্ছে, এআই ভিত্তিক অপপ্রচার এখন নতুন চ্যালেঞ্জ, যার বিরুদ্ধে কড়া আইনি লড়াইয়ের দাবি উঠছে বিনোদন জগতের মধ্যেই।
এখন নজর, জাভেদ আখতারের এই পদক্ষেপের পর পরবর্তী আইনি পথ কোনদিকে গড়ায়।
